সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
ভিসাকার্ড ব্যবহার করে ফুড অর্ডারের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন দেশীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার গ্রাহকরা। ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে ফুডপ্যান্ডার সাথে এ বিষয়ে একটি চুক্তি করেছে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা।
সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি এই চুক্তি স্বাক্ষর করে। চুক্তির আওতায় ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে রেস্টুরেন্ট ও হোমশেফ থেকে ৫৯৯ টাকা বা বেশি পরিমাণের অর্ডারে নির্দিষ্ট কিছু ভিসা কার্ড দিয়ে পেমেন্টে ১০০ টাকা মূল্য ছাড় পাবেন গ্রাহকরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ছাড় ব্যবহার করা যাবে।
ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব অ্যাডভার্টাইজিং এন্ড পার্টনারশিপ আদনান ফারুকী এ চুক্তি প্রসঙ্গে বলেন, গ্রাহকদের ডিজিটাল পেমেন্টে উৎসাহী করতে আমরা ভিসার সাথে অংশীদারিত্ব করেছি। এর ফলে ভিসা কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে বিশেষ ছাড় পাবেন ফুডপ্যান্ডা গ্রাহকেরা।
ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভূটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, গ্রাহকরা এখন ডিজিটাল পেমেন্ট সুবিধাকে প্রাধান্য দেন। তাদের চাহিদা মাথায় রেখে আমরা ফুডপ্যান্ডা’র সাথে অংশীদারিত্ব চুক্তি করেছি। আশা করি, গ্রাহকরা ভিসাকার্ডের মূল্য ছাড় সুবিধাটি উপভোগ করবেন এবং দ্রুত ও ঝামেলাহীন পেমেন্টের মাধ্যমে তাদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডপ্যান্ডা বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী উপস্থিত ছিলেন।





প্রিয় ইনকরপোরেশন ও বাক্কো এর মধ্যে সমঝোতা চুক্তি সই
একেএস ফার্মেসি ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
এসএমই উদ্যোক্তাদের জন্য মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু
পাঠাও-এ এখন সিএনজি সেবা, থাকছে ক্যাশব্যাকও
নগদের মাধ্যমে ৭৮ লাখের বেশি গ্রাহক সরকারি অনুদান গ্রহণ করছে
দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেল নিয়ে ফিরছে ‘দ্য রিয়েল বস’
গ্রামীণফোন ‘ফিউচারমেকার্স’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বাংলাদেশের বাজারে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
খুলনায় উপকূলের মেয়েদের জন্য দুই দিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত
বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৪৫