সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিটিআরসির প্রস্তাবিত এফটিএসপি নীতিমালা বাস্তবায়ন হলে ইন্টারনেটের দাম বাড়বে
বিটিআরসির প্রস্তাবিত এফটিএসপি নীতিমালা বাস্তবায়ন হলে ইন্টারনেটের দাম বাড়বে
ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রস্তাবিত খসড়া নীতিমালা বাস্তবায়ন হলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার দাম প্রায় ২০ শতাংশ বাড়বে বলে মনে করছে আইএসপিএবি নেতৃবৃন্দ। এর ফলে দেশের ইন্টারনেট সেবায় মারাত্মক ঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি আমিনুল হাকিম।
সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এফটিএসপি নীতিমালার বিরোধিতা করে বক্তারা জানান, খসড়া নীতিমালা অনুযায়ী এফটিএসপি অপারেটরদের ৫.৫ শতাংশ রাজস্ব শেয়ার এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্য ১ শতাংশ দিতে হবে। এ সময় জানানো হয়, এই নীতিমালার কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া প্রায় ২,৭০০ ছোট প্রতিষ্ঠান অস্তিত্ব সংকটে পড়বে।
আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, সরকারের টেলিকম নীতি জনস্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সরকার বর্তমানে এই খাত থেকে ২১.৪৫ শতাংশ রাজস্ব আয় করছে। প্রস্তাবিত নীতিমালায় সরকারের রাজস্ব আয় বেড়ে ৪০.২৫ শতাংশ হবে। সে হিসাবে বর্তমানের ৭০০ টাকার ইন্টারনেট প্যাকেজের দাম ৮৫০ থেকে ৯০০ টাকা হতে পারে। এই দাম তৃণমূল পর্যায়ের গ্রাহকদের ওপর চাপ তৈরি করবে। ফলে শহর ও গ্রামীণ এলাকার মধ্যে ডিজিটাল বৈষম্য আরও বাড়বে।
প্রস্তাবিত খসড়া নীতিমালায় মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেকটিভিটি দেওয়ারও স্পষ্ট অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশীয় এবং নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা আইএসপিগুলোর জন্য অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে বলে জানান তিনি। সরকার যদি শেষ পর্যন্ত এই নীতিমালা পরিবর্তন না করে, তাহলে আইএসপি প্রতিষ্ঠানগুলো ডিজিটাল শাটডাউনের মতো কর্মসূচিতে যেতে পারে বলেও তিনি এ সময় আভাস দেন।
সংবাদ সম্মেলনে আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভুঁইয়াসহ সংগঠনের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





প্রিয় ইনকরপোরেশন ও বাক্কো এর মধ্যে সমঝোতা চুক্তি সই
একেএস ফার্মেসি ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
এসএমই উদ্যোক্তাদের জন্য মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু
পাঠাও-এ এখন সিএনজি সেবা, থাকছে ক্যাশব্যাকও
নগদের মাধ্যমে ৭৮ লাখের বেশি গ্রাহক সরকারি অনুদান গ্রহণ করছে
দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেল নিয়ে ফিরছে ‘দ্য রিয়েল বস’
গ্রামীণফোন ‘ফিউচারমেকার্স’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বাংলাদেশের বাজারে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
খুলনায় উপকূলের মেয়েদের জন্য দুই দিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত
বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৪৫