সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে আসুসের নতুন এক্সপার্ট সিরিজের ডিভাইস উন্মোচন
বাংলাদেশে আসুসের নতুন এক্সপার্ট সিরিজের ডিভাইস উন্মোচন
প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস এক্সপার্ট সিরিজের নতুন ৩টি ল্যাপটপ ও ডেস্কটপ পিসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। এতে রয়েছে আসুস এক্সপার্টবুক পি১, পি৩, পি৫ ল্যাপটপসহ এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সলিউশন। ছোট ও মাঝারি ব্যবসা, বড় কর্পোরেশন, সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডিভাইসগুলো তৈরি করা হয়েছে।
এই সিরিজের ল্যাপটপগুলোতে আছে কোপাইলট প্লাস সুবিধা, এক্সপার্টগার্ডিয়ান আইটি ব্যবস্থাপনা এবং এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন, যা কাজকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে। এই ল্যাপটপগুলো মিলিটারি গ্রেডের স্থায়িত্ব মানে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে এনএফসি লগইন, ওয়েবক্যাম প্রাইভেসি শাটার এবং এসএসডি-স্তরের সিকিউরিটি সুবিধা।
আসুসের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল জেনেরাল ম্যানেজার (বিজনেস সিস্টেম গ্রুপ) মি. রেক্স লি বলেন, আসুস দীর্ঘদিন ধরে গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তি উদ্ভাবন নিয়ে এসেছে, সেটি হোক ওলেড ল্যাপটপ, এআই পিসি বা গেমিং ডিভাইস। বাংলাদেশে আসুস এক্সপার্ট সিরিজ চালুর মাধ্যমে আমরা একই সাফল্য ব্যবসায়িক গ্রাহকদের ক্ষেত্রেও অর্জন করতে চাই।
৩ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি সহ আসুস এক্সপার্টবুক পি১ মডেলের দাম শুরু ৪৯,৫০০ টাকা থেকে, আসুস এক্সপার্টবুক পি৩ এর দাম ১০৭,০০০ টাকা এবং এক্সপার্টবুক পি৫ এর দাম শুরু ১,৪০,৮০০ টাকা থেকে।





প্রিয় ইনকরপোরেশন ও বাক্কো এর মধ্যে সমঝোতা চুক্তি সই
একেএস ফার্মেসি ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
এসএমই উদ্যোক্তাদের জন্য মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু
পাঠাও-এ এখন সিএনজি সেবা, থাকছে ক্যাশব্যাকও
নগদের মাধ্যমে ৭৮ লাখের বেশি গ্রাহক সরকারি অনুদান গ্রহণ করছে
দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেল নিয়ে ফিরছে ‘দ্য রিয়েল বস’
গ্রামীণফোন ‘ফিউচারমেকার্স’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বাংলাদেশের বাজারে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
খুলনায় উপকূলের মেয়েদের জন্য দুই দিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত
বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৪৫