সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » বাড়িয়ে নিন ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট এর নিরাপওা
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » বাড়িয়ে নিন ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট এর নিরাপওা
৫৯৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাড়িয়ে নিন ফেসবুক ও ইমেইল অ্যাকাউন্ট এর নিরাপওা

fb.jpeg

সম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে যে, প্রতিদিন প্রায় ৬ লক্ষ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে । রিপোর্টটি আরো জানায় প্রতিদিন প্রায় ১০ কোটিবার ফেসবুকে লগইন করা হয় যার মধ্যে ০.০৬% ক্ষেত্রে লগইন কম্প্রমাইজের ঘটনা ঘটে । জিমেইল, ইয়াহু সহ সব ওয়েববেইজড ইমেইল সার্ভিসের ক্ষেত্রেও এই ধরনের প্রচুর হ্যাকিংয়ের বা কম্প্রমাইজের ঘটনা ঘটে । আজকে আমরা আলোচনা করবো কিভাবে আমরা আমাদের এসব অ্যাকাউন্টের নিরাপত্তাবলয় আরো শক্তিশালী করতে পারি ।
পুরো লেখাটি পড়ার সবিদার্থে দুইভাগে ভাগ করা হয়েছে । প্রথম পর্বে ফেসবুক নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় পর্বে জিমেইল ও ইয়াহু মেইল অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করা হবে ।
নিরাপদ অ্যাকসেস:
যখন আমরা কোন ওয়েবসাইট ভিজিট করি তা সাধারণত HTTP প্রোটকলের মাধ্যমে হয়ে থাকে । যাদের কাছে HTTP প্রোটকল শব্দটি অপরিচিত মনে হচ্ছে তাদের জন্য বলি, HTTP প্রোটকলে আমাদের সকল তথ্য নরমাল টেক্সট হিসেবে আদান প্রদান হয় ইন্টারনেটের মাধ্যমে । ফলে যেকেউ আমাদের তথ্য ইচ্ছা করলে ইন্টারসেপ্ট করে পড়তে পারবে । তাই নিরাপত্তা বিশেজ্ঞরা, গুরুত্বপূর্ন ও গোপনীয় তথ্য এনক্রিপটেট ভাবে পাঠানোর পরামর্শ দেন । এনক্রিপটেড তথ্য কেউ যদি ইন্টরাসেপ্ট করতেও পারে তবুও সে সেখান থেকে মূল বা আসল তথ্যটি বের করতে পারবে না । সাধারনত ই-কমার্স, অনলাইন ব্যাংকিং ও ইউজার অথেনটিকেশনের জন্য এনক্রিপটেড পদ্ধতি ব্যবহার করা হয় । ওয়েবের তথ্যকে এনক্রিপটেড ভাবে পাঠানোর জন্য HTTPS প্রোটকল ব্যবহার করা হয় । সুতরাং বোঝায় যাচ্ছে, নরমাল HTTP প্রোটকলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করলে যেকেউ বিভিন্ন হ্যাকিং টুল ( যেমন:বার্প সুইট) বা নেটওয়ার্ক মনিটরিং টুল (যেমন: ওয়্যার শার্ক) দিয়ে আমাদের ইউজারনেম ও পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারেন।
প্রতিকার: ফেসবুক সিকিউর ব্রাউজিং
এজন্য আমাদের ফেসবুকের HTTPS ব্রাউজিং এনাবল করতে হবে । নিন্মে চিত্রের মাধ্যমে এর ধাপগুলো আলোচনা করা হলো,
১. প্রথমে অ্যকাউন্ট সেটিংসে যেতে হবে।
২. ডান পাশে সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে।

৩. সিকিউর ব্রাউজিংয়ে “Browse Facebook on a secure connection (https) when possible” ক্লিক করে সেভ চেন্জেসে ক্লিক করতে হবে।

সকিউড ব্রাউজিং এনাবলের আগে সকিউড ব্রাউজিং এনাবলের পরে
মোবাইল সিকিউরিটি কোড (লগ-ইন অ্যাপরোভল):
আপনি আপনার ফেসবুক অ্যাকউন্টটি মোবাইল সিকিউরিটি কোডের মাধ্যমে আরো নিরাপদ করতে পারেন । এই পদ্ধতিতে যখনই কেউ আপনার অ্যাকাউন্টে অন্যকোন (আননোন) কম্পিউটার থেকে অ্যাকসেস করতে চাইবে সে আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড পাঠাবে এবং ঐ কোডটি তাকে লগিনের সময় ব্যবহার করতে হবে । যেহেতু মোবাইল ফোনটি আপনার কাছে থাকবে তাই সহজে কেউ আপনার কাছ থেকে কোডটি চুরি করতে পারবে না । সুতরাং আপনার পাসওয়ার্ডটি চুরি হয়ে গেলেও আপনার অ্যাকাউন্টটি থাকবে নিরাপদ । এক্ষেত্রে বলে রাখি, সিকিউরিটি কোডটি তখনই চাইবে যখন কেউ অন্যকোন (আননোন) কম্পিউটার থেকে ফেসবুকে লগিন করার সময় সঠিক ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে পারবেন । সুতরাং এখন একজন হ্যাকারকে প্রথমে ব্যাবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি করতে হবে । তারপর তার ফোনটিও চুরি করতে হবে !!!
যা করতে হবে মোবাইল সিকিউরিটি কোড অ্যানাবল করতে:
১. আগের মতই অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে । তারপর সিকিউটিটি আপসনে ।
২. এর পর লগিন অ্যাপরোভালসে ক্লিক করতে হবে ।

৩. এরপর সেটআপে ক্লিক করতে হবে । তখন স্ক্রিনে আপনার কাছে আপনার মোবাইল নম্বর চাইবে । আপনি যে নম্বরটি দিবেন সেই নম্বরে একটি গোপন নিরাপত্তা কোড SMS মাধ্যমে আপনার মোবাইলে চলে যাবে ।

৪. এখন আপনাকে আপনার মোবাইলের SMS এ আসা নিরাপত্তা কোডটি দিতে হবে ।

৫. পরবর্তীতে যখনই আপনি বা অন্য কেউ নিজের কম্পিউটার ছাড়া অন্য কোন কম্পিউটার বা ডিভাইস দিয়ে ফেসবুকে লগিন করতে যাবেন তখনই আপনার কাছে নিরাপত্তা কোডটি SMS এর মাধ্যমে চলে যাবে এবং আপনাকে তা দিয়ে লগিন করতে হবে । বিষয়টি বিরক্তিকর মনে হতে পারে যদি ব্যবহারকারী একাধিক কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করেন । আপনার ঝামেলা কমাতে পারে রিকগনাইজড ডিভাইস আপশনটি । এর মাধ্যমে আপনি আপনার নতুন নতুন ডিভাইসকে ফেসবুকে অ্যাড করে নিতে পারেন । এই আপশনটি প্রথমবার ঐ ডিভাইস থেকে ফেসবুক অ্যাকসেস করার সময়ই পাবেন ।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের রাজস্ব আয় ৩৯৩২.৯ কোটি টাকা
নতুন দামে টেকনো স্পার্ক২০সি
টেন মিনিট স্কুলের কোর্স ফি-তে বিকাশ পেমেন্টে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
গ্রাহকদের নজর কেড়েছে ইনফিনিক্সের নতুন ল্যাপটপ ইনবুক ওয়াইটু প্লাস
রবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিসিএস এর উদ্যোগে মাদারবোর্ড সারানোর ৮ দিনব্যাপী দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ কর্মশালা
সফটওয়্যার ও স্টার্টআপ খাতের উদ্যোগ হুমকির মুখে
জাপান আইটি উইকে বেসিস ও বাক্কো
থাইল্যান্ডে ইউএন এসকাপ-এর ৮০তম সম্মেলনে সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী পলক
আইসিসি টুর্নামেন্টের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল টফি