সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইউআইটিএস-এ গবেষণা প্রকাশনার উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত
ইউআইটিএস-এ গবেষণা প্রকাশনার উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ১০ জুন বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘গবেষণা থেকে প্রকাশনা’ শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার পরিচালনা করেছে। ইউআইটিএস ও আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া এর সাথে এই সহযোগিতার ভিত্তিতে অুনষ্ঠানটি আয়োজন করা হয়।
ওয়েবিনারে আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র অধ্যাপক এবং আইসিআইটি ২০২৪-এর কনফারেন্স চেয়ার অধ্যাপক ডঃ মালাথি বাটুমালায় আই মূল বক্তব্য প্রদান করেন। ইউআইটিএস এর ইংরেজি, সমাজকর্ম, আইন, বিজনেস স্টাডিজ, সিএসই, আইটি, ইইই, ইসিই, ফার্মেসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্যরা সেশনে অংশগ্রহণ করেন। ইউআইটিএস এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউআইটিএস-এর আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।