
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিডা নির্বাহী চেয়ারম্যানের সাথে বিএসআইএ প্রতিনিধি দলের বৈঠক
বিডা নির্বাহী চেয়ারম্যানের সাথে বিএসআইএ প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এর একটি প্রতিনিধিদল গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন-এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং সেমিকন্ডাক্টর খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বিএসআইএ সভাপতি এম. এ. জব্বারের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বিএসআইএ পরিচালক কামরুল আহসান দেওয়ানজি এবং আশিকুর রহমান তানিম। বিডার ব্যবসা উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি এবং সহযোগী সম্পর্ক ব্যবস্থাপক জোহারি বিন আখতারও বৈঠকে উপস্থিত ছিলেন।
এ সময় বিএসআইএ-এর পক্ষ থেকে সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নের জন্য একটি লিখিত প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবে যেসব বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে: জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সহ শীর্ষ সেমিকন্ডাক্টর সমৃদ্ধ দেশগুলোতে রোডশো আয়োজন; প্রবাসী বাংলাদেশিদের সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগে উৎসাহিত করতে নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রদান; সেমিকন্ডাক্টর টাস্কফোর্স সুপারিশমালার দ্রুত বাস্তবায়ন; সেমিকন্ডাক্টর সেবা রপ্তানিতে নগদ প্রণোদনা; জাতীয় সেমিকন্ডাক্টর আইন প্রণয়ন; এবং বিডা কর্তৃৃক বিএসআইএ-কে ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে স্বীকৃতি প্রদান।
বিডা নির্বাহী চেয়ারম্যান সুপারিশমালার অ্যাকশন আইটেমসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহকে সম্পৃক্ত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, সেমিকন্ডাক্টর খাতের জন্য ইতোমধ্যে বিডাতে একজন সার্বক্ষণিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং বিএসআইএ নেতৃবৃন্দকে নিয়মিতভাবে তাঁর সাথে যোগাযোগ রাখার আহ্বান জানান, যাতে এসব উদ্যোগ বাস্তবায়ন সহজ হয়।