বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনলাইন উদ্যোক্তাদের সেলস বৃদ্ধিতে কাজ করছে হেল্পার প্ল্যাটফর্ম
অনলাইন উদ্যোক্তাদের সেলস বৃদ্ধিতে কাজ করছে হেল্পার প্ল্যাটফর্ম
ডিজিটাল মার্কেটিং সেবাদানকারী প্রতিষ্ঠান হেল্পার প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি বাংলাদেশে গত ১০ বছর ধরে অনলাইন উদ্যোক্তাদের সেল বৃদ্ধিতে কাজ করছে। একজন উদ্যোক্তার ডিজিটালি ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন সকল সেবাই প্রদান করছে প্রতিষ্ঠানটি। তাদের রয়েছে ডিজিটাল মার্কেটিং, মিডিয়া বায়িং, কন্টেন্ট সার্পোট, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ই-কমার্স অটোমেশন এবং প্রডাক্ট ফটোগ্রাফি সেবা। অনলাইন উদ্যোক্তাদের সেলসগ্রোথ বাড়াতে হেল্পার প্ল্যাটফর্ম প্রতি নিয়ত সেমিনারও করে থাকে। প্রতিষ্ঠানটি থেকে ১১০০-এর বেশি প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিংয়ের সকল সেবা গ্রহণ করছে।
হেল্পার প্ল্যাটফর্ম এর ম্যানেজিং ডিরেক্টর ওয়াজেদ আলী বলেন, উদ্যোক্তাদের সেলস নিয়ে বর্তমানে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফেসবুকের বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেট এবং বাজারে অনেক নতুন উদ্যোক্তাদের আগমনে যেই প্রতিযোগীতা তৈরি হয়েছে, তার কারনে সেলস এর পিছনে মার্কেটিং খরচ বেড়ে গিয়েছে, তাতে বিজনেস আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। উদ্যোক্তাদের সেলসের বিপরীতে খরচ কমিয়ে আনতেই হেল্পার প্ল্যাটফর্ম কাজ করে থাকে।
তিনি আরও বলেন, বিজনেসের প্রতিটা সেলে ফেসবুকের অ্যাড বাজেট বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। মার্কেটিং নিয়ে সঠিক দক্ষতা না থাকলে, এই অ্যাড খরচের লাগাম টানা সম্ভব নয়। অ্যাড খরচের লাগাম টেনে কিভাবে ব্যবসায় ভালো ফলাফল আনা যায় সে জন্য আমরা কাজ করছি। আমাদের রয়েছে ৫০ জন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার। অনলাইন উদ্যোক্তাদের সেলস বাড়াতে আমরা সকল সেবা দিয়ে থাকি ।
হেল্পার প্ল্যাটফর্ম সর্ম্পকে বিস্তারিত জানতে: https://helper.com.bd।





বাজারে রেসি ব্র্যান্ডের হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক
পাল্সটেকের মাধ্যমে ওষুধ সংগ্রহ করছে ঢাকার ১৫ হাজার ফার্মেসি
বিডিসাফের উদ্যোগে দিনব্যাপী সাইবার সিম্পোজিয়াম অনুষ্ঠিত
ভ্রমণের পেমেন্ট বিকাশ করলে থাকছে ভ্রমনের বিদেশ যাওয়ার সুযোগ
চসিক-বিট্র্যাক ও মাইলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর
দুবাইয়ে অনুষ্ঠিত জাইটেক্স গ্লোবাল ২০২৫ এ বাক্কোর অংশগ্রহণ
ইনফিনিক্সের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই ও উদ্ভাবন প্রশিক্ষণ কর্মশালা
এক হাজার রাইডারকে বিনামূল্যে দুর্ঘটনা বিমা সুরক্ষা দিচ্ছে ফুডপ্যান্ডা
ব্যাংক কার্ড ছাড়াই মাসিক কিস্তিতে অনার স্মার্টফোন কেনার সুযোগ