সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৯, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গত ১৩ দিনে ই-কমার্স খাতে প্রায় ১৭শ কোটি টাকার ক্ষতি: ই-ক্যাব
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গত ১৩ দিনে ই-কমার্স খাতে প্রায় ১৭শ কোটি টাকার ক্ষতি: ই-ক্যাব
২৯৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গত ১৩ দিনে ই-কমার্স খাতে প্রায় ১৭শ কোটি টাকার ক্ষতি: ই-ক্যাব

---ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় ই-কমার্স খাতে গত ১৩ দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যেখানে প্রথম ১০ দিনেই ক্ষতি হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। বুধবার (৩১ জুলাই) বিকেলে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্স ব্যবসা পুরোই বন্ধ হয়ে যায়। এরপর ইন্টারনেট চালু হলেও গতি কম থাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ থাকায় সংকট কাটেনি। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া কারফিউ ও নিরাপত্তা ঝুঁকিসহ বিভিন্ন কারণে ই-কমার্স খাতের ৯৫% শতাংশ লেনদেন এখনো বন্ধ রয়েছে বলে তিনি জানান।

শমী কায়সার বলেন, ই-ক্যাব থেকে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বিগত কয়েকদিন ধরে ব্রডব্যান্ড ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট ও ফেসবুক চালু করার জন্য ই-ক্যাব থেকে যেসব উদ্যোগ নেয়া হয়েছে তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বর্তমান পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন আমরা কেউ এর জন্য প্রস্তুত ছিলাম না এবং পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

ই-ক্যাব নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে সরকারের নিকট তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, যেসব উদ্যোক্তার ব্যাংক ঋণ রয়েছে তা পরিশোধের সময়সীমা নূন্যতম ৬ মাস বৃদ্ধি করা, সহজ শর্তে ঋণ প্রদান করা, লজিস্টিকস ও ডিজিটাল মার্কেটিং এর সাময়িকভাবে ভ্যাট মওকুফ করা, ট্রেড লাইসেন্স নবায়ন ফি মওকুফ ও মেয়াদ বৃদ্ধি করা।

এছাড়া ফেসবুকে সচল থাকা বিজ্ঞাপনের মূল্য ফেরত বা পূণঃবিজ্ঞাপনের জন্য ফেসবুকের সাথে যোগাযোগ করার জন্য সরকারকে পরামর্শ দেন। ই-ক্যাব থেকেও ফেসবুকের সাথে যোগাযোগ করবেন বলে জানান শমি কায়সার।

এ সময় জানানো হয়, বাংলাদেশে ২০ লাখ উদ্যোক্তা ইন্টারনেটের ওপর নির্ভরশীল। শুধু ফেসবুকভিত্তিক উদ্যোক্তা রয়েছেন ৫ লাখেরও বেশি। তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এফ কমার্স খাতে নারী উদ্যোক্তরা অনেক ক্ষতির সম্মুখিন হয়েছে বলে জানিয়েছেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক নাছিমা আক্তার নিশা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচ লক্ষ নারী-পুরুষ এফ-কমার্সে কাজ করছেন। তারা সবাই এখন আর্থিক ক্ষতির সম্মুখীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ই-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সাহাব উদ্দিন শিপন, সহ-সভাপতি সৈয়দা আম্বারীন রেজা, সহ সাধারণ সম্পাদক খন্দকার তাসফিন আলম, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক শাহারিয়ার হাসান, মোঃ সাইদুর রহমান সাঈদ, মোঃ ইলমুল হক সজীব ও অর্ণব মুস্তাফা।



আইসিটি সংবাদ এর আরও খবর

স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড
আরিফ মঈনুদ্দীন এর নতুন বই ‘এআই প্রযুক্তির হাতেখড়ি’ আরিফ মঈনুদ্দীন এর নতুন বই ‘এআই প্রযুক্তির হাতেখড়ি’
উপকূলীয় মেয়েদের জন্য স্কুলভিত্তিক স্টেম অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু উপকূলীয় মেয়েদের জন্য স্কুলভিত্তিক স্টেম অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু
স্টারলিঙ্কের ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড স্টারলিঙ্কের ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড
অনতিবিলম্বে কুয়েট এর একাডেমিক কার্যক্রম চালু করার আহবান অভিভাবকদের অনতিবিলম্বে কুয়েট এর একাডেমিক কার্যক্রম চালু করার আহবান অভিভাবকদের
ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মকর্মসংস্থানে সহায়তা করবে আইসিটি ডিভিশন: ফয়েজ আহমদ তৈয়্যব ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মকর্মসংস্থানে সহায়তা করবে আইসিটি ডিভিশন: ফয়েজ আহমদ তৈয়্যব
বিটিআরসিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ইমার্জেন্সি টেলিকম রেসপন্স সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত বিটিআরসিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ইমার্জেন্সি টেলিকম রেসপন্স সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫ উদযাপিত বাংলাদেশে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫ উদযাপিত
লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারাদেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারাদেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ
দেশের বাজারে অনার বাংলাদেশ উন্মোচন করলো এক্স৬সি স্মার্টফোন দেশের বাজারে অনার বাংলাদেশ উন্মোচন করলো এক্স৬সি স্মার্টফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড
আরিফ মঈনুদ্দীন এর নতুন বই ‘এআই প্রযুক্তির হাতেখড়ি’
উপকূলীয় মেয়েদের জন্য স্কুলভিত্তিক স্টেম অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু
স্টারলিঙ্কের ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড
অনতিবিলম্বে কুয়েট এর একাডেমিক কার্যক্রম চালু করার আহবান অভিভাবকদের
ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মকর্মসংস্থানে সহায়তা করবে আইসিটি ডিভিশন: ফয়েজ আহমদ তৈয়্যব
বিটিআরসিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ইমার্জেন্সি টেলিকম রেসপন্স সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫ উদযাপিত
লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিসহ সারাদেশে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ
দেশের বাজারে অনার বাংলাদেশ উন্মোচন করলো এক্স৬সি স্মার্টফোন