
বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
আমেরিকার শীর্ষ চিপ নির্মাতা Qualcomm (কোয়ালকম) ২০২৫ সালে তাদের নতুন প্রজন্মের Arm v9 Architecture Chipset উন্মোচনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি এই চিপসেট হবে এ পর্যন্ত তৈরি করা সবচেয়ে উন্নত AI Processor যা সরাসরি প্রতিযোগিতা করবে Apple Silicon ও MediaTek Dimensity সিরিজের সঙ্গে।
যা থাকছে নতুন চিপে
- Arm v9 আর্কিটেকচার
- দ্রুত AI পারফরম্যান্স
- মাল্টি-ডিভাইস সাপোর্ট (স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবল, গাড়ি)
- ব্যাটারি সাশ্রয়ী প্রযুক্তি
প্রতিযোগিতার বাজার
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কোয়ালকমের এই ঘোষণা AIভিত্তিক চিপসেট বাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে। ইতিমধ্যেই NVIDIA, Apple ও MediaTek এআই চিপসেট বাজারে আধিপত্য বিস্তার করছে। কোয়ালকমের নতুন উদ্যোগে প্রতিযোগিতা আরও তীব্র হবে।
ব্যবহারকারীদের সুবিধা
নতুন Qualcomm Snapdragon AI Processor ব্যবহারকারীদের দেবে-
-স্মার্টফোনে দ্রুততর AI পারফরম্যান্স
-রিয়েল-টাইম ভয়েস ও ভিডিও প্রসেসিং
-উন্নত গেমিং অভিজ্ঞতা
-গাড়ির AI Navigation System সাপোর্ট
কোয়ালকমের বক্তব্য
কোয়ালকমের এক মুখপাত্র জানিয়েছেন:
“আমরা চাই মানুষ প্রতিদিনের জীবনে এআইয়ের শক্তি অনুভব করুক। এই চিপসেট সেই অভিজ্ঞতাকেই বাস্তব করবে।”