মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সপ্তাহব্যাপী ‘পিক-আপ’ ক্যাম্পেইনে ফুডপ্যান্ডা দিচ্ছে বিশেষ ছাড় ও ভাউচার
সপ্তাহব্যাপী ‘পিক-আপ’ ক্যাম্পেইনে ফুডপ্যান্ডা দিচ্ছে বিশেষ ছাড় ও ভাউচার
অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় ‘পিক-আপ উইক’ নামে বিশেষ একটি ক্যাম্পেইন শুরু হয়েছে, ক্যাম্পেইনটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে নূন্যতম ৫০ টাকার পিক-আপ অর্ডারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি ৯৯৯ টাকার বেশি পিক-আপ অর্ডারে অতিরিক্ত ১৫০ টাকার ছাড় ভাউচারও পাওয়া যাবে। বার্গার কিং, চীজ, ম্যাডশেফ, চিলক্স, ডিগার, আলফ্রেসকো, ওয়াও মোমোসহ আরও কিছু রেস্টুরেন্টে পিক-আপ অর্ডারে বিশেষ এ অফার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
ফুডপান্ডা অ্যাপে পিকআপ সুবিধা থেকে গ্রাহকরা পছন্দের খাবার প্রি-অর্ডার করে অল্প সময়ে ও সহজে নিজেই রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। এ সুবিধায় কোনো ডেলিভারি চার্জ দিতে হয় না এবং রেস্টুরেন্টে খাবার সংগ্রহের জন্য অপেক্ষাও করতে হয় না।
পিক-আপ এর কান্ট্রি লিড সুজন চৌধুরী বলেন, ফুডপ্যান্ডার পিক-আপ সুবিধাটি ব্যবহারকারীদের অনলাইন অর্ডারের অভিজ্ঞতাকে আরও সহজলভ্য ও স্বাচ্ছন্দ্যদায়ক করার পাশাপাশি সাশ্রয়ী অর্ডারের বাড়তি চাহিদা পূরণেও ভূমিকা রাখবে।
পিক-আপ সুবিধাটি ব্যবহার করতে ফুডপ্যান্ডা অ্যাপে প্রবেশ করে হোমপেজে প্রদর্শিত অপশন থেকে ‘পিক-আপ’ নির্বাচন করতে হবে। এরপর নিকটস্থ রেস্টুরেন্ট নির্বাচন করে পছন্দের খাবার কার্টে যোগ করতে হবে। তারপর ভাউচার যোগ করে পিক-আপ অর্ডার প্লেস করতে হবে। খাবার প্রস্তুত হলে ব্যবহারকারী একটি নোটিফিকেশন পাবেন এবং সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবারটি সংগ্রহ করতে পারবেন।





আইটেল নিয়ে এলো ‘আইটেল হোম’
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য রংপুরে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দারাজের ১৪ দিনের রিটার্ন পলিসি চালু
হুন্ডি, বেটিং এবং মানি লন্ডারিং প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের নিয়ে বিকাশের কর্মশালা
স্টারলিঙ্ক প্রতিনিধি দলের গ্লোবাল ব্র্যান্ড পিএলসি পরিদর্শন
দেশের বাজারে স্যামসাং নেক্সট-জেন গ্যালাক্সি এ১৭ ৫জি
সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার নিয়ে টিএমজিবি’র কমর্শালা অনুষ্ঠিত
এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক