বুধবার ● ২৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইটি দক্ষতা উন্নয়নে বেসিস ও সিসিপ এর মধ্যে চুক্তি
আইটি দক্ষতা উন্নয়নে বেসিস ও সিসিপ এর মধ্যে চুক্তি
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) প্রকল্পের মধ্যে প্রশিক্ষণ সম্পর্কিত একটি চুক্তি গত ২৬ নভেম্বর স্বাক্ষরিত হয়েছে। সিসিপের প্রধান কার্যালয় রাজধানীর ইস্কাটন গার্ডেনে বেসিস সভাপতি এম রাশিদুল হাসান এবং সিসিপ এর নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়ালিদ হোসাইন নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২০২৮ সাল নাগাদ আগামী চার বছরে সর্বমোট ৩০০০ জনকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সহ-সভাপতি (অর্থ) এম আসিফ রহমান, পরিচালক মীর শাহরুখ ইসলাম, বেসিস-বিআইটিএম-এর প্রশিক্ষণ সমন্বয়কারী খালেদা বেগম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং জাতীয় প্রোগ্রাম পরিচালক (এনপিডি) ড. মো. খায়রুজ্জামান মজুমদার, অতিরিক্ত সচিব ও ডেপুটি নির্বাহী প্রোগ্রাম পরিচালক (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) মো. মাহফুজুল আলম খান প্রমুখ।
এই চুক্তি বাংলাদেশের যুবসমাজকে দক্ষ করে তোলা, কর্মসংস্থান বাড়ানো এবং বৈশ্বিক আইটি শিল্পে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উল্লেখ্য, ‘সিসিপ’ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে অংশীদারিত্বে অর্থ মন্ত্রণালয় পরিচালিত একটি প্রকল্প।