বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উপকূলের শিক্ষকদের জন্য বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
উপকূলের শিক্ষকদের জন্য বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমতায়নের লক্ষ্যে উপকূলের তিন উপজেলায় আয়োজিত হল তিনটি পৃথক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। ‘স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালাগুলোতে অংশ নেন খুলনার রূপসা, বাগেরহাটের রামপাল এবং সাতক্ষীরার তালা উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান, গণিত ও আইসিটি বিষয়ের প্রায় ১৫০ জন শিক্ষক।
১৪ জানুয়ারি ২০২৫ তারিখে বাগেরহাট জেলার রামপাল উপজেলা দিয়ে শুরু হয় এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে উপকূলের মেয়েদের অংশগ্রহণ বাড়াতে তাদের জ্ঞানভিত্তিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের অবদান বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত হল দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাগুলো।
কর্মশালায় বিজ্ঞান, গণিত, প্রোগ্রামিং ও রোবটিক্স এর উপর শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন রংপুর টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক মোঃ রেজাউল করিম, বাংলার ম্যাথ এর সহ-প্রতিষ্ঠাতা ও গণিত অলিম্পিয়াড এর সাবেক সিনিয়র কনসালটেন্ট আহমেদ শাহরিয়ার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের তড়িৎ বিভাগের শিক্ষক মো. তানভীর শেখ এবং কম্পিউটার সার্ভিসিস লিমিটেডের সফটওয়্যার ডেভলপার তাওহীদ আহমেদ রেজা প্রমুখ। প্রতিটি কর্মশালায় তিনটি পৃথক সেশনের মাধ্যমে শিক্ষকমন্ডলী তাদের সংশ্লিষ্ট বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার পর ১৬ জানুয়ারি খুলনার রূপসা উপজেলার কর্মশালার মধ্য দিয়ে শেষ হয় এই প্রশিক্ষণ কার্যক্রম। কর্মশালাগুলোতে সার্বিক সহযোগিতা প্রদান করেন তিনটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। এছাড়াও সেশনের বিভিন্ন পর্যায়ে কর্মশালা পরিদর্শন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ।
উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের তিনটি উপকূলীয় উপজেলা খুলনার রূপসা, বাগেরহাটের রামপাল এবং সাতক্ষীরার তালা উপজেলার ৬টি মাধ্যমিক স্কুলের মেয়ে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, প্রোগ্রামিং, রোবটিক্স এবং গণিতের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে প্রকল্পটি।





এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক
ফিন্যান্স বিষয়ে বিনামূল্যে কোর্স চালু করলো টেন মিনিট স্কুল ও বিকাশ
গ্রামীণফোন ও তিতাস গ্যাস এর মধ্যে পার্টনারশিপ
বাজারে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই সিরিজের দুটি ল্যাপটপ আনলো গ্লোবাল ব্র্যান্ড
বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির ব্যবস্থা করলো রবি
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
রবি ও এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব
ভিভো ভি৬০ লাইট: এক ছবিতে চার ঋতুর অভিজ্ঞতা
বাংলালিংকের রাইজ এখন এআই চালিত ডিজিটাল হাব
তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস