সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » @নারী » নারী দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত
নারী দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর যৌথ উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের ভূমিকা নিয়ে আয়োজন করা হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আলিফা বিনতে হক, গ্রামীণফোন লিমিটেডের ডিরেক্টর (হেড অব সার্ভিস ডেলিভারি এন্ড এক্সপেরিয়েন্স) শায়লা রহমান এবং লেখক ও ডেভেলপমেন্ট এক্টিভিস্ট ছন্দা মাহবুব। তারা স্টেম ক্ষেত্রে নারীদের অগ্রযাত্রা, নেতৃত্বের সুযোগ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
আলোচকরা জানান, প্রযুক্তি ও বিজ্ঞানের জগতে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়লেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। সামাজিক দৃষ্টিভঙ্গি, কাজের সুযোগ সীমিত থাকা এবং ক্যারিয়ার গঠনের পথে নানা বাধা নারীদের জন্য অগ্রসর হওয়া কঠিন করে তোলে। এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং কর্মক্ষেত্রে নীতিগত পরিবর্তন এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।





‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনাসমূহ প্রকাশ’ শীর্ষক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত
নারী কারুশিল্পী ও উৎপাদকদের ক্ষমতায়ন ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা জরুরী
বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন বিদ্যা সিনহা মীম
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিসিসি ও ইউএনডিপির যৌথ প্রশিক্ষণ কর্মশালা
‘হার পাওয়ার’ প্রকল্প প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী পলক
তারুণ্য ও প্রযুক্তির শক্তির সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ: জুনাইদ আহমেদ পলক
স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ দেশের তরুণ উদ্যোক্তারা: জুনাইদ আহমেদ পলক