
বুধবার ● ২ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অপারেশনাল প্রফিটে প্রিয়শপ
অপারেশনাল প্রফিটে প্রিয়শপ
বাংলাদেশের বিটুবি রিটেইল মার্কেটপ্লেস এবং ক্ষুদ্র ব্যবসায়ের জন্য এমবেডেড ফাইন্যান্স প্ল্যাটফর্ম প্রিয়শপ ২০২৫ সালের মে মাসে অপারেশনাল প্রফিটেবিলিটি অর্জন করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৯৬টি থানা এবং ১,১৭৬টি ডেলিভারি রুট জুড়ে ১ লক্ষ ২৭ হাজারের বেশি খুচরা বিক্রেতাকে সেবা দিচ্ছে।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশিকুল আলম খাঁন এ প্রসঙ্গে বলেন, আমাদের জন্য এটি শুধুমাত্র ফিনান্সিয়াল মাইলফলক নয়। এটি আমাদের দলগত শৃঙ্খলা, দৃঢ়তা এবং এমার্জিং মার্কেটে একটি ইনক্লুসিভ ও এস্কেলেবল রিটেইল সমাধানের ব্যাপক চাহিদার প্রমাণ। আমরা মুদি দোকানিদের জীবনে একটা পরিবর্তন আনছি এক্সেসিবিলিটি, এমপাওয়ারমেন্ট এবং প্রযুক্তির মাধ্যমে। এখন, আমরা এখন এটিকে লাভজনক অবস্থাতে নিয়ে আসতে পেরেছি।