
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সারাদেশে পাঠাওপে সেবা চালু
সারাদেশে পাঠাওপে সেবা চালু
ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এসেছে পাঠাওপে, এই নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সহজেই টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস এবং ম্যানেজ করতে পারবেন। ÒYour YOUniverse, Your WayÓ এই ট্যাগলাইনের মাধ্যমে পাঠাওপে ইনোভেশন, সিকিউরিটি এবং লাইফস্টাইলকে মার্জ করেছে।
পাঠাওপে দিয়ে এখন খাবার অর্ডার করা, রাইড নেওয়া, বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানো সবকিছুই করা যাবে সহজে। সাথে আছে কিছু মজার ফিচার, যেমন পে ট্যাগ দিয়ে পার্সোনাল ইনফরমেশন শেয়ার না করেও সহজে টাকা রিসিভ করা বা অনেকের কাছ থেকে একসাথে টাকা তোলা, স্পিøট পে দিয়ে বন্ধুদের সাথে বিল ভাগাভাগি করা, গ্রুফ সেন্ড মানি দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো, এবং অটো-পে দিয়ে অটোমেটেড পেমেন্ট সিস্টেম এখন ট্রানজেকশনকে করবে আরও দ্রুত, স্মার্ট ও সুবিধাজনক।
ইউজাররা এখন মোবাইল রিচার্জও করতে পারবেন অ্যাপ থেকে। পাঠাওপে-তে অ্যাডমানি করা যাবে আপনার ডেবিট ও ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টারকার্ড, অ্যামেক্স) বা নগদ থেকে।
সেবা চালু উপলক্ষে নতুন পাঠাওপে ইউজাররা পাচ্ছেন পাঠাও-এর কোর সার্ভিসগুলোতে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রতি সার্ভিস অনুযায়ী ক্যাশব্যাক পাচ্ছেন পাঠাও ফুডে সর্বোচ্চ ১,০০০ টাকা, পাঠাও কার রাইডে সর্বোচ্চ ১,০০০ টাকা, পাঠাও বাইকে সর্বোচ্চ ৫০০ টাকা এবং পার্সেল ডেলিভারিতে সর্বোচ্চ ৫০০ টাকা।