
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফুডপ্যান্ডার ‘প্যান্ডাপ্রো উইক্স’: গ্রাহকদের জন্য ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
ফুডপ্যান্ডার ‘প্যান্ডাপ্রো উইক্স’: গ্রাহকদের জন্য ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
খাবার ও গ্রোসারি অর্ডারে প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ নিয়ে ‘প্যান্ডাপ্রো উইক্স’ নামে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ৯ আগস্ট থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
প্যান্ডাপ্রো ফুডপ্যান্ডার সাবস্ক্রিপশনভিত্তিক একটি প্রোগ্রাম। যার মাধ্যমে গ্রাহকরা ফ্রি ডেলিভারি, এক্সক্লুসিভ অফার ও বিভিন্ন ক্যাম্পেইনে বিশেষ ছাড় উপভোগ করতে পারেন। মাসিক ৯৯ টাকা বা বার্ষিক ৫৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে এই সুবিধাগুলো পাওয়া যায়।
‘প্যান্ডাপ্রো উইক্স’ শীর্ষক এ ক্যাম্পেইনে কোনো মিনিমাম অর্ডার ভ্যালু (নূন্যতম অর্ডার মূল্য) বা ডিসকাউন্ট ক্যাপ (সর্বোচ্চ সীমা) ছাড়াই প্যান্ডাপ্রো গ্রাহকরা কাচ্চি ভাই, সুলতান’স ডাইন, চীজ, ম্যাডচিফ, চিলক্স, স্ম্যাশ বার্গার, পাগলা বাবুর্চি, বার্গার কিং, বেলা ইটালিয়া, গ্লেজড, বারকোড ফুড জংশন ও পিৎজা হাট এর মতো জনপ্রিয় রেস্টুরেন্ট থেকে সর্বোচ্চ বিক্রিত (টপ সেলিং) খাবার অর্ডারে ৩০ শতাংশ ছাড় পাবেন। এর পাশাপাশি গ্রোসারি অর্ডারে প্যান্ডামার্টেও ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।