সর্বশেষ সংবাদ
ঢাকা, অক্টোবর ২৫, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » লজিস্টিকস্ সেক্টর প্রতিনিধি ও এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » লজিস্টিকস্ সেক্টর প্রতিনিধি ও এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত
১৩৩ বার পঠিত
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লজিস্টিকস্ সেক্টর প্রতিনিধি ও এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত

---জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর আয়োজনে গত ১৭ আগস্ট রাজধানীতে লজিস্টিকস্ সেক্টরের প্রতিনিধিদের সাথে ‘দক্ষতা উন্নয়ন, শিল্প সংযুক্তি ও কর্মসংস্থানে শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি)’ শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। দক্ষতা উন্নয়ন, শিল্প সংযুক্তি ও কর্মসংস্থানের লক্ষ্যে এনএসডিএ কর্তৃক ১৬টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে লজিস্টিকস্ সেক্টর আইএসসি প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হলো।

দেশের লজিস্টিকস্ সেক্টরের চাহিদার আলোকে পাঠ্যক্রম, পাঠ উপকরণ ও মূল্যায়ন কাঠামো প্রণয়ন ও শিক্ষানবিশিদের জন্য শিল্পখাত সংযুক্তির মাধ্যমে এ খাতের সাখে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং দক্ষ জনবলের কর্মসংস্থান বিষয়ে লজিস্টিকস্ খাতের সাথে সংশ্লিষ্টদের মধ্যে সংবেদনশীলতা তৈরির জন্য মূলত এ আয়োজন করা হয়।

এনএসডিএ-এর সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ও যুগ্মসচিব মিনা মাসুদ উজজামান-এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লজিস্টিকস্ সেক্টর আইএসসি-এর চেয়ারম্যান ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং লজিস্টিকস্ সেক্টর আইএসসি-এর সেক্রেটারি জেনারেল ও এএইচএস ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) মোঃ আবুল হোসাইন।

এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন তার বক্তব্যে বলেন, দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে লজিস্টিকস্ সেক্টরের কর্মীদের মর্যাদাসম্পন্ন ও শোভন কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করতে চাই আমরা। এক্ষেত্রে লজিস্টিকস্ সেক্টর শিল্প দক্ষতা পরিষদকে টেকসই করা ও সক্ষমতা বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি। নির্বাহী চেয়ারম্যান বলেন, এনএসডিএ একটি মানসম্পন্ন স্কিলস ইকোসিস্টেম তৈরিতে কাজ করে যাচ্ছে। শিল্প দক্ষতা পরিষদ শক্তিশালী হলেই স্কিলস ইকোসিস্টেম এগিয়ে যাবে। এনএসডিএ চেয়ারম্যান শিক্ষানবিশদের শিল্প সংযুক্তির ক্ষেত্রে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আইএসসি)-এর সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, আইএসসি শক্তিশালী করার জন্য তহবিল গঠনে সংশ্লিষ্ট শিল্পসমূহ বিশ্বের অন্যান্য দেশের মত সিএসআর ফান্ডের মাধ্যমে সহায়তা প্রদান করতে পারে।

আবদুল মাতলুব আহমাদ বলেন, লজিস্টিকস সেক্টরে এখনো ৭০ থেকে ৮০ ভাগ অদক্ষ জনশক্তি রয়েছে। এই জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে বৈদেশিক বাণিজ্যে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি অর্জন সম্ভব। তিনি আরও বলেন, আমরা এনএসডিএ’র সাথে একসাথে কাজ করতে চাই এবং এক্ষেত্রে আমাদের সকল ধরনের সহযোগিতা থাকবে। আমাদের প্রতিষ্ঠানগুলোতে এনএসডিএ’র সার্টিফিকেটধারীদের ইন্টার্নশিপের সুযোগও তৈরি করা যেতে পারে। তিনি উল্লেখ করেন, দেশে লজিস্টিকস সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে উঠলে শুধু শিল্পখাত নয়, সামগ্রিক অর্থনৈতিক অবস্থাও আরও শক্তিশালী হবে।

শিল্প প্রতিনিধিরা বলেন, লজিস্টিকস খাতে ছোট ছোট বহু ধরনের দক্ষ জনশক্তির প্রয়োজন হয়। এসব স্কিল সুনির্দিষ্ট করে দক্ষ জনবল তৈরি করা জরুরি। তারা উল্লেখ করেন, এ খাতে আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম দক্ষ কর্মশক্তি রয়েছে। প্রতিনিধিরা আরও বলেন, সাপ্লাই চেইনে অসংখ্য উপ-দক্ষতার সুযোগ আছে, যেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। পাশাপাশি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন (ফোরআইআর) প্রযুক্তিকে বিবেচনায় রেখে দক্ষতা প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সব ধরনের দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে এনএসডিএ’র আওতায় আনতে পারলে দক্ষ জনবল তৈরির পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের স্কিলস ইকোসিস্টেম গড়ে উঠবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনএসডিএ-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং লজিস্টিকস্ সেক্টর শিল্প দক্ষতা পরিষদের (আইএসসি), সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক
ফিন্যান্স বিষয়ে বিনামূল্যে কোর্স চালু করলো টেন মিনিট স্কুল ও বিকাশ ফিন্যান্স বিষয়ে বিনামূল্যে কোর্স চালু করলো টেন মিনিট স্কুল ও বিকাশ
গ্রামীণফোন ও তিতাস গ্যাস এর মধ্যে পার্টনারশিপ গ্রামীণফোন ও তিতাস গ্যাস এর মধ্যে পার্টনারশিপ
বাজারে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই সিরিজের দুটি ল্যাপটপ আনলো গ্লোবাল ব্র্যান্ড বাজারে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই সিরিজের দুটি ল্যাপটপ আনলো গ্লোবাল ব্র্যান্ড
বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির ব্যবস্থা করলো রবি বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির ব্যবস্থা করলো রবি
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
রবি ও এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব রবি ও এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব
ভিভো ভি৬০ লাইট: এক ছবিতে চার ঋতুর অভিজ্ঞতা ভিভো ভি৬০ লাইট: এক ছবিতে চার ঋতুর অভিজ্ঞতা
বাংলালিংকের রাইজ এখন এআই চালিত ডিজিটাল হাব বাংলালিংকের রাইজ এখন এআই চালিত ডিজিটাল হাব
তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক
ফিন্যান্স বিষয়ে বিনামূল্যে কোর্স চালু করলো টেন মিনিট স্কুল ও বিকাশ
গ্রামীণফোন ও তিতাস গ্যাস এর মধ্যে পার্টনারশিপ
বাজারে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই সিরিজের দুটি ল্যাপটপ আনলো গ্লোবাল ব্র্যান্ড
বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির ব্যবস্থা করলো রবি
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
রবি ও এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব
ভিভো ভি৬০ লাইট: এক ছবিতে চার ঋতুর অভিজ্ঞতা
বাংলালিংকের রাইজ এখন এআই চালিত ডিজিটাল হাব
তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস