
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের উদ্যোগে এআই-ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকারস’ শুরু
গ্রামীণফোনের উদ্যোগে এআই-ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকারস’ শুরু
টেলিকম অপারেটর গ্রামীণফোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে এআই-ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ফিউচারমেকারস। এ আয়োজনের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীরা যেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাদের সৃজনশীলতা, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরার সুযোগ পান। বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর সমাধান বের করতে তরুণদের অনুপ্রাণিত করবে এই উদ্যোগ।
সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি দিয়ে অনলাইনে www.gpfuturemakers.com লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন বলেন, ফিউচারমেকারস-এর মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি যা এআই ব্যবহার করে, তরুণদের উদ্ভাবনের অপার সম্ভাবনায় জগতে পা রাখতে উৎসাহিত করবে।
প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কার হিসাবে অর্থের পাশাপাশি গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবেন। নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব।