সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৩, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৭ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » স্মার্টফোনের কল্যাণে রেকর্ড মুনাফায় স্যামসাং
প্রথম পাতা » আইসিটি আপডেট » স্মার্টফোনের কল্যাণে রেকর্ড মুনাফায় স্যামসাং
৭১৯ বার পঠিত
রবিবার ● ৭ অক্টোবর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্মার্টফোনের কল্যাণে রেকর্ড মুনাফায় স্যামসাং

স্মার্টফোন,রেকর্ড মুনাফায় স্যামসাং,স্যামসাং,স্মার্টফোনের কল্যাণে রেকর্ড মুনাফায় স্যামসাং,রেকর্ড

গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন বিপুল পরিমাণে বিক্রির সুবাদে বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড মুনাফা করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। এ সময় প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৭৩০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। খবর রয়টার্সের।
সর্বশেষ প্রান্তিকে মুনাফার নতুন রেকর্ড গড়ার আগে এপ্রিল-জুন প্রান্তিকেও বিপুল মুনাফা করেছিল প্রতিষ্ঠানটি। এ অবস্থায় বিশ্লেষকরা ধারণা করছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এ বছর সবচেয়ে বেশি মুনাফা করবে স্যামসাং। রয়টার্সের বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর প্রতিষ্ঠানটি ২ হাজার ৫০০ কোটি ডলার রেকর্ড মুনাফা করতে পারে।
বিপুল পরিমাণ মুনাফার সুফল পাবেন প্রতিষ্ঠানটির কর্মীরাও। বিশ্বব্যাপী স্যামসাংয়ের ২ লাখ ৬ হাজার কর্মী কাজ করছেন। বছরশেষে কর্মীদের এ মুনাফার একাংশ দেয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। এ ছাড়া সম্প্রতি অ্যাপলকে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে স্যামসাংকে আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক আদালত। এ রায়ের বিষয়ে পুনরায় আপিল করেছে স্যামসাং। উচ্চ আদালত রায় পুনর্বহাল রাখলে অ্যাপলকে ক্ষতিপূরণ দিতে লাভের অর্থ থেকে ১০৫ কোটি ডলার আলাদা করে রাখতে হবে স্যামসাংকে।
সবকিছু মিলিয়ে আগামী বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত স্যামসাংয়ের মুনাফার ধারা অব্যাহত থাকবে বলে জানান বিশ্লেষকরা। কোরিয়ার এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক লি সান তেই বলেন, কর্মীদের অতিরিক্ত অর্থ এবং অ্যাপলকে জরিমানা দিতে চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের কিছু অর্থ ব্যয় হবে। এ কারণে চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা কমতে পারে।
স্মার্টফোনের পাশাপাশি টেলিভিশন ও চিপ ব্যবসা থেকেও বিপুল অর্থ আয় করে স্যামসাং। বিশ্বের সবচেয়ে বেশি টিভি বিক্রেতা প্রতিষ্ঠান হলেও সর্বশেষ প্রান্তিকে স্মার্টফোন থেকেই দুই-তৃতীয়াংশ মুনাফা হয়েছে প্রতিষ্ঠানটির। এ সময় প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি হয়েছে ৫ কোটি ৮০ লাখ ইউনিট, যার মধ্যে গ্যালাক্সি এসথ্রি ২ কোটি ইউনিট।
স্মার্টফোন বিক্রি থেকে প্রতিষ্ঠানটির আয় ও মুনাফা বাড়লেও চিপ বিক্রি থেকে আয় কমেছে। কম্পিউটার ও সেলফোনে চিপ ব্যবহূত হয়। বর্তমানে এ দুটি পণ্যের বিক্রি কমায় চিপ বিক্রির ওপরও প্রভাব পড়েছে। এ অবস্থায় আগামী বছর প্রতিষ্ঠানটি চিপে বিনিয়োগ কমাতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। অবশ্য প্রতিষ্ঠানটির সিইও উন ও ইয়াং গত জুনে জানিয়েছিলেন, এখনো আগামী বছরের বিনিয়োগ পরিকল্পনা ঠিক করেনি স্যামসাং।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
গ্রামীণফোনের ‘এআই অ্যান্ড আই’ কর্মসূচি শুরু
দেশের বাজারে আসুসের নতুন ল্যাপটপ ভিভোবুক এস১৪
ভিসা এক্সিলেন্স ইন ওয়ালেট পার্টনারশিপ অ্যাওয়ার্ড পেলো বিকাশ
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ডাটাসফট ম্যানুফেকচারিং এন্ড এসেম্বলিং টেক সেন্টার উদ্বোধন
চট্টগ্রাম বন্দরে রবি’র ৫জি প্রযুক্তির সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেক
এসএমই কম্প্যানিয়ন প্রিপেইড কার্ড চালু করলো মাস্টারকার্ড, এমটিবি ও সেবা পে
শেষ হলো বিডিজেএসও ২০২৫ এর রাজশাহী ও খুলনা আঞ্চলিক পর্ব
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৫ এ দুইটি ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশ
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করলো রিয়েলমি