বৃহস্পতিবার ● ২২ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে ওপল-এর যাত্রা শুরু
বাংলাদেশে ওপল-এর যাত্রা শুরু
সাশ্রয়ী ব্যয়ে আলোক সমস্যার সমাধান প্রদানের লক্ষ্যে বাংলাদেশে চীনের ওপল লাইটিং কর্পোরেশন এবং চট্রগ্রামের খাজা গ্র”প যৌথ উদ্যোগে নিয়ে এসেছে পরিবেশবান্ধব আলো।
এ উপলক্ষ্যে চট্রগ্রামের জামালখানে অবস্থিত প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে ওভাল অ্যাডভার্টাইজিং লিমিটেড। এতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে থাকছেন ওপল-এর ভাইস প্রেসিডেন্ট চার্লস চেন, মার্কেটিং ডিরেক্টর জেনি জি, সার্ক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ডিরেক্টর মাইক লিউ, সার্ক অঞ্চলের মার্কেটিং ম্যানেজার মীর টিআই ফারুক রিজভী এবং খাজা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ মোহসিন।
উল্লেখ্য, দ্রুত বর্ধনশীল কোম্পানী ওপল লাইটিংয়ের প্রতিষ্ঠা হয় ১৯৯৬ সালে। ছয় হাজার কর্মীর পাশাপাশি এতে কাজ করছেন ৮০০ জন প্রকৌশলী। সাংহাইতে অবস্থিত কোম্পানির কর্পোরেট কার্যালয়। ওপল ৫৯ হাজার স্কয়ার মিটার এলাকাজুড়ে জংশান ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং ছয় লাখ স্কয়ার মিটার এলাকাজুড়ে উজিয়ান ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলেছেন তারা।
অন্যদিকে, বাংলাদেশের জ্বালানি খাতের পথিকৃৎ চট্রগ্রাম ওপল-এর বিপণন সহযোগি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত খাজা গ্রুপ। বাংলাদেশে সিএফএল ল্যাম্প, এলইডি ল্যাম্প, এমসিবি, কিমো এলসিডি মিটার, ফুজি এলসিডি মিটার এবং সব ধরণের সুইচ আইটেম-এর বিপণন এবং পরিবেশক হিসেবে কাজ করে আসছেন তারা।