সোমবার ● ১৭ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ক্লাউডস্পোকস.কম এর মাধ্যমে ৫০০-২০০০ ডলার আয় করা যাবে
ক্লাউডস্পোকস.কম এর মাধ্যমে ৫০০-২০০০ ডলার আয় করা যাবে
ক্লাউডভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউডস্পোকস ডট কম সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। গুগল ও সেলসফোর্সের সঙ্গে কাজ করা এপ্রিও ইনকরপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান ক্লাউডস্পোকস ডট কম। এ সাইটে দেয়া বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে ৫০০-২০০০ ডলার আয় করতে পারবেন আগ্রহীরা।
দেশে ক্লাউডস্পোকস ডট কমের কার্যক্রম সম্পর্কে জানাতে সম্প্রতি মিট দা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাউডস্পোকস ও ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানের মূল বক্তা এবং এপ্রিও ইনকরপোরেশন ও ক্লাউডস্পোকসের এমভিপির সলিউশন আর্কিটেক্ট দাস নোবেল।
ক্লাউডস্পোকস ডট কম মূলত একটি ওয়ার্কপ্লেস। এ ওয়ার্কপ্লেসে সমাধানের জন্য প্রচুর সমস্যা দেয়া থাকে। যে কেউ চাইলেই বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে সমস্যার সমাধান করে জমা দিতে পারেন। সমাধানটি জয়ী হলে পাওয়া যাবে ৫০০-২০০০ ডলারের মধ্যে।
ক্লাউডস্পোকস যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক এপ্রিও ইনকরপোরেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সেলসফোর্স ও গুগল অ্যাপস ওয়ার্ক ডে নিয়ে কাজ করে এপ্রিও।
বাংলাদেশে ক্লাউড কম্পিউটিংয়ের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দাস নোবেল।
তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে এ প্ল্যাটফমে দক্ষ করা গেলে টেকনোলজিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে উঠবে। পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।
নোবেল আরও জানান, বাংলাদেশে ক্লাউড কম্পিউটিংয়ের ওপর দক্ষ জনশক্তি তৈরিতে মনোনিবেশ করবে ক্লাউডস্পোকস। এ লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের জন্য নিজের নামে বৃত্তি দেয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন তিনি। বিস্তারিত- ০১৭৩৭৫৩৯০৮০





এক হাজার রাইডারকে বিনামূল্যে দুর্ঘটনা বিমা সুরক্ষা দিচ্ছে ফুডপ্যান্ডা
ব্যাংক কার্ড ছাড়াই মাসিক কিস্তিতে অনার স্মার্টফোন কেনার সুযোগ
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল
আইটেল নিয়ে এলো ‘আইটেল হোম’
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য রংপুরে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দারাজের ১৪ দিনের রিটার্ন পলিসি চালু
হুন্ডি, বেটিং এবং মানি লন্ডারিং প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের নিয়ে বিকাশের কর্মশালা
স্টারলিঙ্ক প্রতিনিধি দলের গ্লোবাল ব্র্যান্ড পিএলসি পরিদর্শন
দেশের বাজারে স্যামসাং নেক্সট-জেন গ্যালাক্সি এ১৭ ৫জি