সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ৩০, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইল্যান্সের চট্টগ্রাম সফর
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইল্যান্সের চট্টগ্রাম সফর
৭১০ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইল্যান্সের চট্টগ্রাম সফর

ইল্যান্সের চট্টগ্রাম সফর , elance of bangladesh,elancebangladeshপ্রথমবারের মত চট্টগ্রামে হয়ে গেলো ইল্যান্সের আনুষ্ঠানিক সফর। ২ দিনের এই সফরে মূলত ফ্রিল্যান্সারদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয়, যার মাঝে ছিল একটি ফ্রিল্যান্স ক্যারিয়ার বিষয়ক সেমিনার এবং একটি ইল্যান্স কর্মশালা।চট্টগ্রামে ইল্যান্সের প্রথম ইভেন্টটি হয় পহেলা ফেব্রুয়ারি জুবিলি সড়কের কাদের টাওয়ারে অবস্থিত মাইসিস কার্যালয়ে । সেদিনের মুল অনুষ্ঠানটি ছিল ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার। ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মুক্ত পেশা সম্পর্কে সঠিক ধারণা ও গাইডলাইন দিতে চট্টগ্রামে এই প্রথম ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার আয়োজন করে ডেভসটিম ইন্সটিটিউট এবং চট্টগ্রামের মাইসিস ইন্সটিটিউট অব আইটি। সেমিনারে উপস্থিত ছিল প্রায় ৩৫০ জন।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইল্যান্সের পক্ষ থেকে ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। ইল্যান্সের প্রায় ১ ঘণ্টার সেশনে তিনি মূলত ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক এবং ইল্যান্সের বাংলাদেশের অগ্রগতি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি এছাড়াও ফ্রিল্যান্সারদের সফলতার জন্য বেশ কিছু টিপস শেয়ার করেন। অনুষ্ঠান শেষে তিনি একটি প্রশ্নোত্তর পর্বে তিনি ফ্রিল্যান্স ক্যারিয়ার এবং ইল্যান্স বিষয়ক বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।

এই অনুষ্ঠানে আরও জানা যায় যে বাংলাদেশ থেকে অনেকেই এখন ইল্যান্সে দারুণভাবে সফল হচ্ছে। অন্যান্য মার্কেটপ্লেসে যেখানে বাংলাদেশিরা প্রতি ঘণ্টায় গড়ে ৩-৪ ডলার পাচ্ছে, সেখানে ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা প্রতি ঘণ্টায় গড়ে ৮ ডলার করে উপার্জন করতে পারছে।

অনুষ্ঠানে সাইদুর মামুন খান আরও বলেন, যে ইল্যান্স এখন থেকে সবসময় বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, এবং প্রয়োজন হলে বিভিন্ন ট্রেইনিং প্রতিষ্ঠানের সাথে সরাসরি কাজ করবে যাতে দেশের জনশক্তিকে এই সময়ের প্রয়োজনীয় কাজগুলোতে দক্ষ করে গড়ে তোলা যায়। তিনি আরও জানান যে ফ্রিল্যান্সিং পেশায় কাজ বেছে নেয়ার ক্ষেত্রে কাউকে অনুসরণ না করে বরং নিজের যে কাজটি ভাল লাগে, সেই কাজে দক্ষতা গড়ে তুললে বেশি সফলতা পাওয়া যায়।

চট্টগ্রামে ইল্যান্সের পরবর্তী অনুষ্ঠানটি হয় ফেব্রুয়ারি ২ তারিখে চট্টগ্রামের ওআর নিজাম রোডে। ইল্যান্স বাংলাদেশ এবং চিটাগাং অনলাইন প্রফেশনাল’স কমিউনিটি (COPC)’র পক্ষ থেকে আয়োজন করা এই “ইল্যান্স ওয়ার্কশপ” ছিল মূলত ফ্রিল্যান্সারদের জন্য যারা ইল্যান্সে তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে ইচ্ছুক। ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান পরিচালিত এই কর্মশালায় প্রায় ৬০ জন অংশগ্রহণকারী ছাড়াও উপস্থিত ছিলেন ডেভসটিম ইন্সটিটিউটের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মাসুদুর রশীদ, ব্র্যান্ডগিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস কর্নেল, এবং চিটাগাং অনলাইন প্রফেশনাল’স কমিউনিটির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

২ ঘণ্টা ব্যাপী এই কর্মশালায় মূলত ইল্যান্স প্রোফাইল ডেভেলপমেন্ট নিয়ে বেশ কিছু দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়া ইল্যান্সে সঠিকভাবে ক্লায়েন্ট এবং জব খুঁজে নেয়ার পদ্ধতি, জবে বিড করার জন্য প্রপোজাল তৈরি করা, ইল্যান্সের কিছু নিয়ম নিয়ে আলোচনা, ইল্যান্স থেকে টাকা উত্তোলন পদ্ধতির বিস্তারিত দেখানো, এবং সর্বোপরি ইল্যান্সে বাংলাদেশের অবস্থান নিয়ে কিছু আলোচনা করা হয়। সাইদুর মামুন খান আরও জানান যে চট্টগ্রাম থেকে এখন বেশ সফল কিছু ফ্রিল্যান্সার উঠে আসছে, এবং এই মুহূর্তে ইল্যান্সে বাংলাদেশের সেরা ৫টি শহরের মধ্যে চট্টগ্রাম অন্যতম। তিনি আশা করেছেন, অচিরেই চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান একটি আইটি শহরে পরিণত হবে।

সফর শেষে ফেরার আগে সাইদুর মামুন খান আরও জানান যে বাংলাদেশে এরকম সফর চলতে থাকবে, এবং পর্যায়ক্রমে ইল্যান্স অন্যান্য বিভাগেও ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে সরাসরি কাজ করবে। এছাড়াও তিনি জানান যে ইল্যান্সের পরবর্তী ইভেন্টগুলার খোঁজ এবং তথ্য পেতে সবাই চোখ রাখতে পারে ইল্যান্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে: । শুধু ইভেন্টের তথ্যের জন্যই নয়, এই পেজের মেসেজ অপশনের মাধ্যমে কোন মেসেজ পাঠিয়ে সাইদুর মামুন খানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে
হজ রোমিং প্যাক নিয়ে এলো বাংলালিংক
বেসিস কোরিয়া ডেস্ক চালু
রবি গ্রাহকদের জন্য ক্যাসপারস্কির প্রিমিয়াম সাইবার সুরক্ষা
সাইবার হুমকির শীর্ষে র‌্যানসমওয়্যার: সফোস
ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্যহ্রাসের ঘোষণা বাহন লিমিটেডের
দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব