সোমবার ● ৪ আগস্ট ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আখের রসে চলছে গাড়ি !
আখের রসে চলছে গাড়ি !
রাজপথে গাড়ি চলবে আখের রসে! ভাবছেন তো এমনটা কী করে সম্ভব? বিজ্ঞানের দৌলতে এই অসম্ভবই সম্ভব হয়েছে। এই গাড়ির ধোঁয়া থেকে ছড়াবে না দূষণ। মিলবে পেট্রোল, ডিজেলের থেকে কম দামে। শর্করা প্রযুক্তি বিশেষজ্ঞ এন কে শুক্লা দিলেন এমনই তথ্য।
তিনি বলেন, “আখের রস থেকে পাওয়া ইথানলের সাহায্যেই চলবে গাড়ি। যা ইথাইল অ্যালকোহল নামে পরিচিত। এটি একেবারে পরিশুদ্ধ অ্যালকোহল। এক মেট্রিক টন আখ থেকে মিলবে ৭৫ লিটার ইথানল।”
ভারতের মুম্বাই এবং নাগপুরে ইতিমধ্যেই দুটি বাস এবং একটি গাড়ি চলছে আখের রসে। অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িগুলিতে যাত্রীভিড়ও চোখে পড়ার মতো। কারণ আখের রসে গাড়ি চলছে শুনেই নির্দিষ্ট সময়ের বাস ছেড়ে দিয়ে যাত্রীরা অপেক্ষা করছেন এই গাড়ির জন্যই। শুরু থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে এই মিষ্টি যান। খুব শিঘ্রই তা ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও যাত্রা শুরু করবে।
এন কে শুক্লা দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। পেট্রোল, ডিজেলের দাম দিন দিন বেড়েই চরছে। সরকারকেও এনিয়ে ভতুর্কি দিতে হয়। এই অবস্থা থেকে পরিত্রান দিতে এলো আগের রস। এখন থেকেই যদি পেট্রোল-ডিজেলের বিকল্প ব্যবস্হা নেওয়া হয় তবে তা বড়ধরণের আর্থিকসঙ্কট থেকে দেশকে বাঁচাবে।
আর আখ থেকে যদি গাড়ির তেল পাওয়া যায় তবে আখের দামও কিন্তু তখন বেড়ে যাবে। এবং এই আখই মূলধনের কাজ করবে।সুত্র পরিবর্তন
-তানিম






বাজারে রেসি ব্র্যান্ডের হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক
পাল্সটেকের মাধ্যমে ওষুধ সংগ্রহ করছে ঢাকার ১৫ হাজার ফার্মেসি
বিডিসাফের উদ্যোগে দিনব্যাপী সাইবার সিম্পোজিয়াম অনুষ্ঠিত
ভ্রমণের পেমেন্ট বিকাশ করলে থাকছে ভ্রমনের বিদেশ যাওয়ার সুযোগ
চসিক-বিট্র্যাক ও মাইলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর
দুবাইয়ে অনুষ্ঠিত জাইটেক্স গ্লোবাল ২০২৫ এ বাক্কোর অংশগ্রহণ
ইনফিনিক্সের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই ও উদ্ভাবন প্রশিক্ষণ কর্মশালা
এক হাজার রাইডারকে বিনামূল্যে দুর্ঘটনা বিমা সুরক্ষা দিচ্ছে ফুডপ্যান্ডা
ব্যাংক কার্ড ছাড়াই মাসিক কিস্তিতে অনার স্মার্টফোন কেনার সুযোগ