সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে হেইলো ব্র্যান্ডের নতুন তিনটি স্মার্টওয়াচ
দেশে হেইলো ব্র্যান্ডের নতুন তিনটি স্মার্টওয়াচ
দেশের বাজারে হেইলো ব্র্যান্ডের নতুন তিনটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে পরিবেশক প্রতিষ্ঠান মোশন ভিউ। চলতি সপ্তাহ থেকেই স্মার্টওয়াচগুলো মোশন ভিউ-এর ফেসবুক পেইজ এবং আউটলেট এ বিক্রি শুরু হয়েছে। বাজারে আসা নতুন স্মার্ট ওয়াচ গুলো হলো- হেইলো ওয়াচ টু প্রো-কলিং স্মার্টওয়াচ, আরএস ফোর ম্যাক্স এবং সোলার প্রো।
হেইলো ওয়াচ টু প্রো-কলিংয়ে রয়েছে ১.৮৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, যার রেজ্যুলেশন ২৪০*২৮৪ পিক্সেল। স্মার্টওয়াচটির পুরো বডিই মেটালের। এর বøু-টুথ সংযোগে কল করা, রিসিভ করা, হার্টরেট, ওয়ার্কআউট, রক্তে অক্সিজেন ও ঘুমের পরিমাণসহ নানা ধরনের অ্যাক্টিভিটি দেখা যাবে। এতে রয়েছে ১০০টির বেশি স্পোর্টস মোড, ১২০+ ওয়াচফেইস। ওয়াচটিতে বাংলা সাপোর্ট করে। একবার ফুল চার্জে ৭ দিন পর্যন্ত এর ব্যাটারি লাইফ থাকবে। হেইলো ফ্যান অ্যাপের মাধ্যমে স্মার্ট ওয়াচটি মোবাইলের সঙ্গে কানেক্ট করা যাবে। ৬ মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি সহ স্মার্টওয়াচটির দাম ৩১৫০ টাকা।
হেইলো আরএস ফোর ম্যাক্স ওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চির এইসডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৩২০*৩৮০ পিক্সেল। এর মেটালিক বডির সঙ্গে রয়েছে ম্যাগনেটিক সিলিকন বেল্ট। এতে ব্লু-টুথ সংযোগে কল রিসিভ, হার্টরেট, ওয়ার্কআউট, ফিমেল হেলথ, ক্যামেরা কন্ট্রোল, রক্তে অক্সিজেন ও ঘুমের পরিমাণসহ নানা ধরনের অ্যাক্টিভিটি দেখা যাবে। এতেও রয়েছে শতাধিক স্পোর্টস মোড ও ওয়াচফেস। একবার ফুল চার্জে ২৫ দিন পর্যন্ত এর ব্যাটারি লাইফ পাওয়া যাবে। ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৮ গ্রেডের ওয়াটার রেজিস্ট্যান্সি। ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি সহ ডিভাইসটির দাম ৪৮৯৯ টাকা।
হেইলো সোলার প্রো স্মার্টওয়াচটিতে রয়েছে ভাইব্রেন্ট ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৩২০*৩৮০ পিক্সেল। এর আলুমিনিয়াম অ্যালোয় বডির সাথে রয়েছে সিলিকন বেল্ট। এই ওয়াচ দিয়েও কল রিসিভ, হার্টরেট, ওয়ার্কআউট, ফিমেল হেলথের মতো নানা ধরনের অ্যাক্টিভিটি পরিমাণ করা যায়। ওয়াচটির একটি বিশেষ ফিচার হচ্ছে, এটি ইমোশন বোঝে। ওয়াচটিতে রয়েছে বাংলা সাপোর্টেড সুবিধাসহ এআই ভয়েস সুবিধা, পাশাপাশি রয়েছে ১০৫ টির বেশি স্পোর্টস মোড ও ২০০+ ওয়াচ ফেইস। একবার ফুল চার্জে ওয়াচটির ২০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি সহ এর দাম ৫১৯৯ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।





এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক
ফিন্যান্স বিষয়ে বিনামূল্যে কোর্স চালু করলো টেন মিনিট স্কুল ও বিকাশ
গ্রামীণফোন ও তিতাস গ্যাস এর মধ্যে পার্টনারশিপ
বাজারে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই সিরিজের দুটি ল্যাপটপ আনলো গ্লোবাল ব্র্যান্ড
বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির ব্যবস্থা করলো রবি
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
রবি ও এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব
ভিভো ভি৬০ লাইট: এক ছবিতে চার ঋতুর অভিজ্ঞতা
বাংলালিংকের রাইজ এখন এআই চালিত ডিজিটাল হাব
তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস