মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শেয়ারট্রিপে শীতকালীন অফার
শেয়ারট্রিপে শীতকালীন অফার
ব্যবহারকারীদের জন্য শীতকে আরও উপভোগ্য করে তুলতে বিশেষ অফার নিয়ে এসেছে ট্রাভেল টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ। এই ক্যাম্পেইনে তাদের অংশীদার হয়েছে শাওমি (আমায়া ইন্ডাস্ট্রিজ), বঙ্গ, ডি’স বিস্ট্রো, গরুর ঘাস, হবনব কফি, হটশট অটোমোটিভ, যাত্রী, লোটো, মেডইজি, এমএসআই, দ্য মল ও জায়ন্যাক্স। ক্যাম্পেইনটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
ক্যাম্পেইনের আওতায় এই শীতে শর্ট ট্রিপের প্ল্যানে যাত্রী কার রেন্টালে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। যারা বাসে ঘুরতে যেতে চাইছেন তারাও যাত্রী ডিজিটাল টিকেটিংয়ে ১০ শতাংশ ছাড় পাবেন। লোটো, গরুর ঘাস, দ্য মল ও শাওমির (আমায়া ইন্ডাস্ট্রিজ) পণ্য কেনার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। শাওমির পণ্য ব্যাংকের মাধ্যমে কেনার ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত শুন্য শতাংশ ইএমআই ও ফ্রি ডেলিভারির সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া, এমএসআই থেকে ল্যাপটপ কেনার ক্ষেত্রে ৪ হাজার টাকা পর্যন্ত প্রাইজবন্ড পাওয়ারও সুযোগ থাকছে। খাবারের ক্ষেত্রে হবনব কফিতে ১০ শতাংশ পর্যন্ত ও ডি’স বিস্ট্রোতে ১০ শতাংশ ছাড় উপভোগের সুযোগ রয়েছে।
ব্যবহারকারীরা এখন একটি ইউনিক কুপন কোড ব্যবহার করে বঙ্গের সাবস্ক্রিপশন ফি’র ক্ষেত্রে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন। অন্যদিকে, শীতে মানুষ খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়তে পারে। আর এক্ষেত্রে শেয়ারট্রিপের সহযোগী হয়েছে মেডইজি ও জায়ন্যাক্স। মেডইজিতে এখন সর্বনিম্ন ২ হাজার টাকার অর্ডারে পাচ্ছেন ৫০০ টাকার ক্যাশব্যাক। পাশাপাশি, ড. সারাবেলা প্যাকেজের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় উপভোগের সুযোগ রয়েছে। এই সুযোগের মধ্যে অনলাইন ও অফলাইন কনসাল্টেশনের সুবিধাও রয়েছে। একইসাথে, ৩০০ এরও বেশি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগের সুযোগ রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।





এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক
ফিন্যান্স বিষয়ে বিনামূল্যে কোর্স চালু করলো টেন মিনিট স্কুল ও বিকাশ
গ্রামীণফোন ও তিতাস গ্যাস এর মধ্যে পার্টনারশিপ
বাজারে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই সিরিজের দুটি ল্যাপটপ আনলো গ্লোবাল ব্র্যান্ড
বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির ব্যবস্থা করলো রবি
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
রবি ও এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব
ভিভো ভি৬০ লাইট: এক ছবিতে চার ঋতুর অভিজ্ঞতা
বাংলালিংকের রাইজ এখন এআই চালিত ডিজিটাল হাব
তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস