সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ৩০, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সেলফোন বাজারে স্যামসাংয়ের কর্তৃত্ব
প্রথম পাতা » আইসিটি আপডেট » সেলফোন বাজারে স্যামসাংয়ের কর্তৃত্ব
৫৯৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ জুলাই ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেলফোন বাজারে স্যামসাংয়ের কর্তৃত্ব

 সেলফোন বাজারে স্যামসাংয়ের কর্তৃত্ব

বছরের দ্বিতীয় প্রান্তিকেও অক্ষুণ্ন রয়েছে সেলফোন বাজারে স্যামসাংয়ের কর্তৃত্ব। অ্যাপল ও নকিয়াকে টপকে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এক জরিপের পর এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্লেষকরা জানিয়েছেন, সেলফোনের বাজার দখলের প্রতিযোগিতায় প্রতিষ্ঠান দুটি একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো অবস্থা। তবে কয়েক প্রান্তিক ধরেই এগিয়ে রয়েছে স্যামসাং। মে মাসে গ্যালাক্সি এস থ্রি বাজারে আনার মাধ্যমে পরিষ্কারভাবেই এগিয়ে রয়েছে তারা।
রয়টার্সের আয়োজনে ৪১ জন বিশ্লেষক স্যামসাংকেই এগিয়ে রেখেছেন। এ প্রান্তিকে স্যামসাং ৫ কোটি স্মার্টফোন বিক্রি করে থাকতে পারে। আর অ্যাপলের আইফোন বিক্রি হয়ে থাকতে পারে ৩ কোটি ইউনিটের মতো।
গবেষণা প্রতিষ্ঠান আইডিসির বিশ্লেষক ফ্র্যান্সিসকো জেরেনিমো বলেন, ‘দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে অবধারিতভাবেই এগিয়ে স্যামসাং। আমরা আশা করি, এ প্রান্তিকে একক কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রির রেকর্ড দেখতে পাব। গ্যালাক্সি সিরিজের জন্য বিশেষ করে এস টু, এস থ্রির বিক্রি বাড়ায় অনেক এগিয়ে রয়েছে স্যামসাং।’
বিশ্লেষকরা জানিয়েছেন, অ্যাপলের বিরুদ্ধে লড়াইয়েও এগিয়ে স্যামসাং। প্রতিষ্ঠানটির স্মার্টফোনের সংগ্রহ বৈচিত্র্যময়। ফলে ক্রেতা অনেকগুলো সুযোগ থেকে নিজেদের সুবিধামতো পছন্দ করতে পারেন। অন্যদিকে অ্যাপলের একটি মাত্র সম্বল আইফোন। নতুন আইফোন বাজারে আনার দিনক্ষণের ওপর এখন নির্ভর করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
বেসিক ফোনসহ সেলফোনের সার্বিক বাজারেও এগিয়ে স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকেই নকিয়ার ১৪ বছরের রাজত্ব খর্ব করেছে স্যামসাং। এ প্রান্তিকেও তা ধরে রেখেছে তারা।
বিশ্লেষকদের ধারণা অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে নকিয়ার চেয়ে প্রায় দেড় কোটি ইউনিট বেশি সেলফোন বিক্রি করেছে স্যামসাং। প্রথম প্রান্তিকে এ সংখ্যা ছিল ৩৪ লাখ।
রয়টার্সের বিশ্লেষকরা আরও জানান, সেলফোন খাতে চীনের জেডটিই ও হুয়াউই আলোচিত প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনের বৈশিষ্ট্য
গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভো ভি৫০ লাইট
গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে এমওইউ স্বাক্ষর
বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
শেষ হলো দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে