সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘রোবো কিকার্স: ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস’ এর ফাইনাল অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘রোবো কিকার্স: ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস’ এর ফাইনাল অনুষ্ঠিত
২৩ বার পঠিত
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘রোবো কিকার্স: ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস’ এর ফাইনাল অনুষ্ঠিত

---শিশু-কিশোরদের রোবোটিক্স ও স্টেম শিক্ষায় অনুপ্রাণিত করতে স্পেস ইনোভেশন ক্যাম্প ও ব্র্যাক ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করেছে রোবটিক্স প্রতিযোগিতা ‘ক্রিয়েটিভ জুনিয়র্স প্রেজেন্টস রোবো কিকার্স: ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস’। গত ১৩ সেপ্টেম্বর ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ৩০টিরও বেশি স্কুল থেকে অংশগ্রহনকারীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ৬-১০ বছর এবং ১১-১৩ বছর ক্যাটাগরিতে প্রায় ৫০ এর অধিক টীম নক-আউট ফরম্যাটে প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন ৬-১০ বছর ক্যাটাগরিতে আগাখান একাডেমি থেকে ২য় রানার্স আপ, রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে টীম স্ট্রলার স্ট্রাইকার (টীম মেম্বার আহমেদ আইদান আবদুল্লাহ এবং আহমেদ আলি আব্দুল্লাহ), টীম স্পিডিসার্ক্ (টীম মেম্বার আফরাজ রাহগির) এবং টীম টেকটাইটান (টীম মেম্বার ইরউইন তানিম)।

১০-১২ বছর ক্যাটেগরিতে ২য় রানার্স আপ হয়েছেন নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ঢাকা থেকে টীম রোবট রানার (টীম মেম্বার জারিফ মাহমুদ), রানার্স আপ হয়েছেন সাউথ ব্রিজ স্কুল থেকে টীম রোবো কিউব (টীম মেম্বার মিনাল মাহিত চৌধুরী) এবং চ্যাম্পিয়ন হয়েছেন টীম নিউরাল নেটওয়ার্ক (টীম মেম্বার আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে আরশান আরুশ এবং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে রিশান আহমেদ)।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম। তিনি বলেন, রোবো কিকার্স শিশু-কিশোরদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। এটি শুধু প্রতিযোগিতা নয়, বরং হাতে-কলমে শেখার মাধ্যমে তারা প্রযুক্তি, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও দলগত কাজের মূল্যবোধ শিখছে। এ ধরনের কার্যক্রম তাদের আগামী দিনের বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেন। তিনি বলেন, এই আয়োজন প্রমাণ করে যে বাংলাদেশের শিশু-কিশোররা সুযোগ পেলে আন্তর্জাতিক মানের উদ্ভাবক হয়ে উঠতে পারে। আমরা সবসময় এ ধরণের শিক্ষা-উদ্যোগের পাশে থাকার চেষ্টা করি এবং এ ধরনের উদ্যোগ আমাদের শিশু-কিশোরদের মেধা বিকাশে সহায়তা করে।

স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, এখানে তারা খেলতে খেলতে প্রযুক্তি শিখছে, সৃজনশীলতা আবিষ্কার করছে এবং দলবদ্ধভাবে এগিয়ে যেতে শিখছে। আমাদের লক্ষ্য হলো আগামী প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় অনুপ্রাণিত করা।

আয়োজনটিতে সহযোগী পার্টনার হিসেবে ছিলো ব্র্যাক কুমন লিমিটেড, ব্র্যাক ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব, সাইন্টিফ্লাই, এক্সনহোস্ট, লিডস উইন, রোবোডেমি, এবং স্টোরিটেলিং পার্টনার হিসেবে ছিলো এনিগমা টিভি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মোবাইল ব্যালেন্স দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারবেন টফি ব্যবহারকারীরা
‘রোবো কিকার্স: ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস’ এর ফাইনাল অনুষ্ঠিত
নতুন শিক্ষাক্রমে স্টেম শিক্ষায় অধিকতর গুরুত্ব আরোপ করা হবে: শিক্ষা উপদেষ্টা
গালফ এক্সচেঞ্জ ও বিকাশের মধ্যে পার্টনারশিপ
নতুন টেলিকম পলিসি: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা হুমকির মুখে
বাংলাদেশের বাজারে লেনোভো ভি সিরিজের নতুন ল্যাপটপ
৯ম ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ (টেকনোজিয়ান) এ বাংলাদেশের দলের সাফল্য
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত
বেসিসের নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান
শাওমি বাজারে নিয়ে এলো রেডমি প্যাড ২