বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ফেসবুক স্মার্টফোন ব্যবহারে আগ্রহী নয় ৫০ শতাংশ মানুষ
ফেসবুক স্মার্টফোন ব্যবহারে আগ্রহী নয় ৫০ শতাংশ মানুষ
সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের জন্য এটি একটি ধাক্কাই বটে। আগামী বছরের শুরুতে প্রতিষ্ঠানটি এইচটিসির সঙ্গে বাজারে স্মার্টফোন আনার পরিকল্পনা করছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০০ লোকের ওপর জরিপ চালিয়ে জানিয়েছে, অর্ধেক মানুষই ফেসবুক স্মার্টফোন ব্যবহারে আগ্রহী নয়। খবর ইকোনমিক টাইমসের।
যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল বিপণন সংস্থা জরিপটি চালায়। জরিপে অংশ নেয়া ব্যক্তিদের অর্ধেকই জানিয়েছেন, তারা কখনই ফেসবুক স্মার্টফোন কিনবেন না। তবে অন্যান্য স্মার্টফোনের চেয়ে এটির মান ভালো এবং দাম কম হলে তারা এটি কিনতে পারেন।
টেলিগ্রাফ এ বিষয়ে জানায়, যোগাযোগের সাইট ফেসবুকের পাশাপাশি নতুন ডিভাইস আনলে তাতে গ্রাহকরা কী পরিমাণ সাড়া দেবে, তা মাপার জন্যই এ জরিপ চালানো হয়েছিল। প্রায় ৯৫ কোটি ব্যবহারকারী নিয়ে এগিয়ে চলা ফেসবুক আগামী বছরের শুরুতে নতুন স্মার্টফোন আনবে।
এতে সফল হলে প্রতিষ্ঠানটির আয় বিপুল পরিমাণ বাড়বে। তবে ফেসবুক স্মার্টফোন নিয়ে আসার আগেই আরও একটি প্রতিষ্ঠান কেবল ফেসবুক সুন্দরভাবে ব্যবহারের জন্যই আলাদা একটি স্মার্টফোন আনার পরিকল্পনা করছে বলে টেলিগ্রাফ জানায়। প্রতিষ্ঠানটির নাম কী, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এ ধরনের কোনো খবর উড়িয়ে দেন। শেয়ারবাজারে আসার পর প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের সময় জাকারবার্গ বলেছিলেন, ‘আমরা কোনো সেলফোন আনছি না। এটা আমাদের জন্য অর্থবহ হবে না।’





বনানী সড়কে প্রাইভেট কার দুর্ঘটনা
কম্পিউটেক্স তাইপে ২০১৩ -এ আসুস পণ্যের একাধিক পুরস্কার অর্জন
চলছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা
সাভারের ক্ষতিগ্রস্থদের প্রসঙ্গে এক ফেসবুক ইউজার এর পোস্ট
বিশ্বে চলতি বছরে সাংবাদিক মৃত্যু ৪২ জন।
এনড্রয়েড মোবাইল দিয়ে বাংলা লেখার সহজ উপায়
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস।
কম্পিউটার এর স্পিড বাড়িয়ে নিন
কম্পিউটার হ্যাং !!! সমাধান করুন নিমিষেই