
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস
ইনোভেশন সামিট ২০২৫ চালু করল বিডিঅ্যাপস
আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল রবি আজিয়াটা পিএলসি-এর মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল সল্যুশন উপস্থাপন করতে পারবেন। গত ৫ মে রাজধানীতে রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান; রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক প্রমুখ।
বিটিআরসির মহাপরিচালক এ সময় বলেন, তরুণ যুব সমাজকে অনুপ্রাণিত করতে বিডিঅ্যাপস এই ইনোভেশন সামিট আয়োজন করছে, যা তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে। এই ধরনের আয়োজন আমাদের ডিজিটাল অগ্রযাত্রাকে শক্তিশালী ও উদ্ভাবনী চিন্তাধারাকে আরও বেগবান করতে সহায়ক হবে।
কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে বিডিঅ্যাপস ইনোভেশন সামিট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা www.bdappsinnovationsummit.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তাদের আইডিয়া জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে বিশেষজ্ঞ বিচারক প্যানেল শীর্ষ দলগুলো নির্বাচন করবেন। এই দলগুলো আগামী ১৯ জুন গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করবে। সেখানে প্রতিযোগীদের দেওয়া উদ্ভাবনী সমাধানগুলোর গ্রহণযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করবেন বিচারকরা এবং উপস্থিত দর্শকদের কাছে তুলে ধরা হবে।
প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থ ৫ লক্ষ টাকা। এছাড়াও সব ফাইনালিস্ট পাবে সার্টিফিকেট ও বিডিঅ্যাপস ইকোসিস্টেম ইন্টিগ্রেশন।
উল্লেখ্য, বিডিঅ্যাপস রবি আজিয়াটা পিএলসির একটি ডিজিটাল উদ্যোগ। এটি এখন দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যা স্থানীয় ডেভেলপারদের উদ্ভাবনী সমাধান বাস্তবে রূপায়িত করার জন্য টুলস, রিসোর্সসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে।