
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে ফিলিপসের নতুন মনিটর
বাংলাদেশের বাজারে ফিলিপসের নতুন মনিটর
প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে ফিলিপস ব্র্যান্ডের নতুন মডেলের (ইভনিয়া গেইমিং, বিজনেস সিরিজ, ক্রিয়েটর সিরিজ, স্মুথ টাচস্ক্রীন) মনিটর বাজারজাত শুরু করেছে। মনিটরগুলোতে রয়েছে উন্নত ডিসপ্লে প্রযুক্তি, উচ্চ রিফ্রেশ রেট, দ্রুত রেসপন্স টাইম এবং আধুনিক কানেক্টিভিটি সুবিধা।
নতুন এই মনিটরগুলোর মধ্যে রয়েছে কিউডিওলিড, আইপিএস এবং ভিএ প্যানেলযুক্ত ডিসপ্লে, যা ২কে কিউএইচডি ও ৪কে আল্ট্রা এইচডি রেজ্যুলেশন সাপোর্ট করে। ৩৬০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট, ০.০৫ মিলি সেকেন্ড পর্যন্ত রেসপন্স টাইম, এএমডি ফ্রি-সিঙ্ক প্রিমিয়াম প্রো, এনভিডিয়া জি-সিঙ্ক কম্প্যাটিবিলিটি, এইচডিআর ১০ ও এইচডিআর ৪০০ প্রযুক্তি, ট্রুু ১০-বিট কালার সমৃদ্ধ মনিটরগুলো গেমারদের জন্য নতুন অভিজ্ঞতা নিশ্চিত করবে।
মনিটরগুলোতে রয়েছে থান্ডারবোল্ট ৪ ও ইউএসবি-সি পোর্ট, আরজে৪৫ ল্যান, স্মার্ট কেভিএম সুইচ, ৫ মেগাপিক্সেল পপ-আপ ওয়েবক্যাম (অটো ফ্রেমিং ও নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোনসহ), ইনবিল্ট স্পিকার এবং বিভিন্ন অবস্থায় ব্যবহারের সুবিধার্থে স্মার্টআর্গো বেজ ও ভ্যারিয়েবল স্ট্যান্ড।
প্রতিটি মনিটরের সাথেই থাকছে ৩ বছরের ওয়ারেন্টি এবং উন্নত গ্রাহক সেবা। দেশের সকল অনুমোদিত রিটেইল আউটলেট, অনলাইন প্ল্যাটফর্ম এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর ওয়েবসাইটে ফিলিপসের নতুন মনিটরগুলো এখন পাওয়া যাচ্ছে।