
সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » লিমিটলেস ইন্টারনেট প্যাকে ১০% ছাড় আনল গ্রামীণফোন
লিমিটলেস ইন্টারনেট প্যাকে ১০% ছাড় আনল গ্রামীণফোন
লিমিটলেস ইন্টারনেট প্যাকগুলোতে বিভিন্ন ডিসকাউন্ট অফার চালু করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এখন থেকে গ্রাহকরা নির্দিষ্ট লিমিটলেস ইন্টারনেট প্যাকে ১০% মূল্য ছাড়ে ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
৯৯৮ টাকার ১৫ এমবিপিএস পর্যন্ত স্পিডের মাসিক প্যাকটি ১০% ছাড়ের পর এখন ৮৯৯ টাকায় এবং ১০ এমবিপিএস পর্যন্ত স্পিডের মাসিক প্যাকটি ৮৯৯ টাকার পরিবর্তে ৮০৬ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। একইসাথে সাপ্তাহিক ব্যবহারকারীরা ১০% ছাড়ের পর ১০ এমবিপিএস পর্যন্ত স্পিডের প্যাকটি ২৬৯ টাকার পরিবর্তে ২৪২ টাকায় উপভোগ করতে পারবেন। অন্যদিকে, দৈনিক ব্যবহারের ১৫ এমবিপিএস স্পিডের লিমিটলেস প্যাকের দাম এখন ১৯% ছাড়ে ৭৮ টাকা, যা আগে ছিল ৯৬ টাকা। এই নতুন ছাড়ের লিমিটলেস ইন্টারনেট প্যাকেগুলো মাইজিপি অ্যাপ, ইউএসএসডি কোড এবং গ্রামীণফোনের রিটেল আউটলেটসহ সকল কাস্টমার টাচ পয়েন্টের মাধ্যমে কিনতে পারবেন গ্রাহকরা।