
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার ৪০০ লাইট ফাইভজি
দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার ৪০০ লাইট ফাইভজি
প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন অনার ৪০০ লাইট ফাইভজি। স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯৯৯ টাকা।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে এআই ক্যামেরা বাটন। এই বাটনে এক সেকেন্ড চাপলেই ক্যামেরা চালু হয়, একবার ক্লিক করে ছবি তোলা যায়, আর চেপে ধরে রাখলে ভিডিও রেকর্ড করা শুরু হয়। এতে ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা; যার অ্যাপারচার এফ/১.৭৫। ফলে, কম আলোতেও ভালো ছবি তোলা সম্ভব হয়। রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল এবং ডেপথ ক্যামেরা। স্মার্টফোনটিতে রয়েছে ৩,৫০০-নিটের অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা চোখের আরাম নিশ্চিত করে।
১৭১ গ্রাম ওজন এবং ৭.২৯ মিলি মিটার পুরুত্বের এই স্মার্টফোনটি ওজনে হালকা ও টেকসই। ডিভাইসটি এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফায়েড এবং এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৫ ওয়েট-হ্যান্ড টাচ টেকনোলজি। ফলে, হাত থেকে পড়ে গেলে কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে ফোন ব্যবহারেও ফোন নষ্ট হবার ঝুঁকি থাকে না।
ফোনটির ৫,২৩০ মেগাওয়াট-ঘণ্টা লি-আয়ন পলিমার ব্যাটারি ৩৫ ওয়াট তারসহ সুপার চার্জ নিশ্চিত করবে। এর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং অনার র্যাম টার্বো (১২ জিবি + ১২ জিবি) প্রযুক্তির ভেলভেট গ্রে ও মার্স গ্রিন কালারের ফোনগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, আমাদের প্রচেষ্টা থাকে পণ্যের গুণগত মান অক্ষুন্ন রেখে ব্যবহারকারীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা। এই ধারাবাহিকতায় ফাইভজি প্রযুক্তি সমর্থিত স্মার্টফোনটি আমরা উন্মোচন করেছি।