
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ২০৩০ সালের মধ্যে ৫০০০ প্রযুক্তিনির্ভর দক্ষ পেশাজীবী তৈরি করবে ড্যাফোডিল
২০৩০ সালের মধ্যে ৫০০০ প্রযুক্তিনির্ভর দক্ষ পেশাজীবী তৈরি করবে ড্যাফোডিল
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে অন্তত ৫০০০ প্রযুক্তি নির্ভর দক্ষ পেশাজীবী তৈরি করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিআইপিটিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধিনস্ত প্রতিষ্ঠান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) যৌথভাবে ‘স্কিল্ড জেনারেশন’ নামক একটি বিশেষ দক্ষতা উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে।
এই উদ্যোগের অংশ হিসেবে ‘স্কিল্ড জেনারেশন’ নামে একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হচ্ছে, যা সাইবার সিকিউরিটি ও আইটি ইনফ্রাস্ট্র্রাকচার, ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং, ই-কমার্স ও ওয়েব বেজড বিজনেসের মত বিষয়গুলোকে ফোকাস করবে।
রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় এক অনুষ্ঠানে এইচআরডিআই-এর পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল কবির এবং ড্যাফোডিল গ্রুপের স্কিলস ও এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক কে. এম. হাসান রিপন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ নুরুজ্জামান। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান যুগে প্রযুক্তিভিত্তিক দক্ষতা ছাড়া কর্মসংস্থান ও উদ্যোক্তা হয়ে ওঠা সম্ভব নয়। এই সম্মিলিত কার্যক্রম তরুণদের জন্য বিশাল সম্ভাবনার দরজা খুলে দেবে।