
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিকাশে পরিশোধ করা যাবে একাদশ শ্রেণি, কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি
বিকাশে পরিশোধ করা যাবে একাদশ শ্রেণি, কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি
২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও কারিগরি-তে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি খুব সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ৩০ জুলাই, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ৩০ জুলাই শুরু হয়ে চলবে ১৪ আগস্ট, ২০২৫ পর্যন্ত। প্রথম ধাপে একাদশ শ্রেণির আবেদন ফি পরিশোধের পর নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও পরিশোধ করতে পারবেন বিকাশে।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রথমে https://xiclassadmission.gov.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করতে হবে। এরপর ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশন থেকে একাদশ শ্রেণি ভর্তি-তে ট্যাপ করে বোর্ডের নাম, পাশের বছর, রোল নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। তারপর ফি-এর পরিমাণ চেক করে পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখলেই লেনদেন সম্পন্ন হয়ে যাবে। লেনদেনটি সফল হলে নিশ্চিতকরণ ম্যাসেজ এবং বিকাশ অ্যাপে ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারী, যা পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। সফলভাবে আবেদন ফি পরিশোধের পর https://xiclassadmission.gov.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।
এদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় আবেদনের জন্য একইভাবে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি সিলেক্ট করে পেমেন্ট কোড (<প্রোগ্রাম কোড> <পাসের সন> <বোর্ড কোড> <রোল নম্বর>) উল্লেখ করে ফি-এর পরিমাণ দেখে নিয়ে পরের স্ক্রিনে বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। সফলভাবে আবেদন ফি পরিশোধের পর http://btebadmission.gov.bd/website/ লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।
এই বছর একাদশ শ্রেণিতে অন্যান্য চার্জসহ ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা আর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৩৫ টাকা। উভয় ক্ষেত্রেই অনলাইন পেমেন্ট চার্জ হিসেবে বাড়তি ৩ টাকা যুক্ত হবে।
আর কারিগরিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে নূন্যতম ১৬২ টাকা (কোর্সের সংখ্যা ও ধরণ অনুযায়ী ফি নির্ধারিত হবে) আর রেজিস্ট্রেশন ফি ২৩৮ ও ৩৯৫ টাকা।
পাশাপাশি, একাদশ শ্রেণি ও কারিগরি-তে ভর্তির আবেদন ফি বিকাশে পরিশোধ করলেই থাকছে ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। অফার চলাকালীন ৫০ টাকা করে ২ বার কুপন উপভোগ করা যাবে। কুপন পাওয়ার ৫ দিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে। নির্দিষ্ট কেএফসি ও পিৎজা হাট আউটলেটে নূন্যতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে কুপনটি উপভোগ করা যাবে।