
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ এর অনলাইন নিবন্ধন চলছে
আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ এর অনলাইন নিবন্ধন চলছে
বাংলাদেশের স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের রোবটিক্সে আগ্রহী করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম। আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও), যেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল। ২০১৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে।
আন্তর্জাতিকে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে বাংলাদেশ দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ দলের জন্য যোগ্য সদস্য বাছাই ও প্রস্তুতির জন্য এই রোবট অলিম্পিয়াডের আয়োজন। এই অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের েেরজিষ্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে যা ২০ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও দেশের আটটি বিভাগে শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করার জন্য চলছে অ্যাক্টিভেশন কর্মশালা।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি (আইআরওসি) তাদের ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) ২০২৫-এর মূল থিম ঘোষণা করেছে, যা হলো ‘স্পেস রোবট’ যার অর্থ হচ্ছে মহাকাশের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় রোবট তৈরির চর্চা করবে শিক্ষার্থীরা। এই থিমের ভিত্তিতে এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: জুনিয়র লো (১ম-৪র্থ শ্রেণি), জুনিয়র হাই (৫ম-৬ষ্ঠ শ্রেণি) এবং সিনিয়র (৭ম-১২শ শ্রেণি)। প্রতি বছরের মতো এবারও রোবট বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য শুধুমাত্র জাতীয় পর্বে একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত নয়।
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://bdro.org ওয়েবসাইটে।