
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করলো রিয়েলমি
বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করলো রিয়েলমি
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জন করেছে। এ অর্জনটি যাচাই করেছে এই খাতের গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট। ২০২১ সালে ১০ কোটি ও ২০২৩ সালে ২০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছিল প্রতিষ্ঠানটি।
রিয়েলমি ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে নিজেদের কৌশলগত দর্শনের কেন্দ্রে তরুণদের রেখেছে। রিয়েলমির কাছে তাই ৩০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জন করা মানে আসলে ৩০ কোটি আলাদা গল্প।
এদিকে, রিয়েলমির তৈরি করা গ্লোবাল কমিউনিটিতে দেড় কোটিরও বেশি ফ্যান রয়েছেন। ব্র্যান্ডটি এই সক্রিয় কমিউনিটির সাথে সম্পৃক্ত হতে নিয়মিত অনুষ্ঠান আয়োজন করে থাকে। প্রতিবছর, রিয়েলমির প্রতিষ্ঠাবার্ষিকী ২৮ আগস্ট গ্লোবাল ফ্যান ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। গতবছর চীনের শেনঝেনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০০-রও বেশি আন্তর্জাতিক মিডিয়া ও ফ্যান উপস্থিত ছিলেন, যেখানে মাত্র ৪ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম এমন ৩২০ ওয়াট চার্জিং সল্যুশনের মতো অত্যাধুনিক উদ্ভাবন উন্মোচন করা হয়।