সোমবার ● ১১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ডাটাসফট ম্যানুফেকচারিং এন্ড এসেম্বলিং টেক সেন্টার উদ্বোধন
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ডাটাসফট ম্যানুফেকচারিং এন্ড এসেম্বলিং টেক সেন্টার উদ্বোধন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তির ক্রম বিকাশমান ধারার সাথে অভ্যস্ত করে তুলতে ও ব্যবহারিক শিক্ষার মান ও উৎকর্ষতা বৃদ্ধির জন্য ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডাটাসফট ম্যানুফেকচারিং এন্ড এসেম্বলিং-ডিআইইউ টেক সেন্টার) উদ্বোধন করা হয়েছে। ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে এ সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও ডাটাসফট ম্যানুফেক্চারিং এন্ড এসেম্বিলিং (ডিএমএ) এর চেয়ারম্যান মাহাবুব জামান।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিএমএ এর ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান, রহিম আফরোজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, ইন্টেলিয়ারের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. বিমল চন্দ্র দাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী প্রধান প্রফেসর ড. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, এই ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে সেতু-বন্ধন স্থাপনে একটি মাইলস্টোন হিসেবে কাজ করবে এবং আমাদের শিক্ষার্থীরা আইওটি, অটোমেশন, পিসিপি ডিজাইন, এসএমপি ও ম্যানুফেকচারিং প্রসেসের ব্যবহারিক চর্চার সুযোগ পাবে।





এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক
ফিন্যান্স বিষয়ে বিনামূল্যে কোর্স চালু করলো টেন মিনিট স্কুল ও বিকাশ
গ্রামীণফোন ও তিতাস গ্যাস এর মধ্যে পার্টনারশিপ
বাজারে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই সিরিজের দুটি ল্যাপটপ আনলো গ্লোবাল ব্র্যান্ড
বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির ব্যবস্থা করলো রবি
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
রবি ও এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব
ভিভো ভি৬০ লাইট: এক ছবিতে চার ঋতুর অভিজ্ঞতা
বাংলালিংকের রাইজ এখন এআই চালিত ডিজিটাল হাব
তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস