
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা
ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা
প্রযুক্তি ও ব্যবসা খাতের উদ্যোক্তাদের সংগঠন ফাউন্ডারস কমিউনিটি ক্লাব লিমিটেডের উদ্যোগে সম্প্রতি বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে আয়োজন করা হয় ‘আইডিয়ান কনসাল্টিং প্রেজেন্ট ফাউন্ডারস নাইট ৩.০’। যেখানে নেতৃত্ব, বন্ধুত্ব এবং কমিউনিটির চেতনা একসাথে উদযাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। যেখানে বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্লাবের উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। এছাড়া অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নতুনভাবে গঠিত এক্সিকিউটিভ কমিটি (ইসি) ঘোষণা। এতে ক্লাবের নতুন সভাপতি হিসেবে নুর ইসলাম বাবু নির্বাচিত হন ও জেনারেল সেক্রেটারি হিসেবে জাকের জাহান শুভ্র পুনঃনির্বাচিত হন। এছাড়া ইসি কমিটির অন্য সদস্যরা হলেন: বিপ্লব চন্দ্র বিশ্বাস, মোহাম্মাদ রেজোয়ানুল খান, সাইফুল সাকিব সরকার, মোঃ আব্দুল মালেক, ইমরান হোসেন, আবির আহমেদ খান, জি এম ফারুখ হোসেন।