
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রবির সুপার রবিবারে আইফোন ১৭ জেতার সুযোগ
রবির সুপার রবিবারে আইফোন ১৭ জেতার সুযোগ
রবি আজিয়াটা পিএলসি আবার এনেছে সুপার রবিবারে আইফোন জেতার অফার। গত বছরের রবির আইফোন ১৬ অফারে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় এবার আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে এই বিশেষ ক্যাম্পেইন। ১২৫ টাকা রিচার্জ করেই রবি গ্রাহকরা জিততে পারেন নতুন আইফোন ১৭।
গত ১২ অক্টোবর গ্রাহকদের জন্য এই অফারটি দেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই বছরের ‘সুপার রবিবার আইফোন ১৭’ ক্যাম্পেইন। গত রবিবার মাত্র ১২৫ টাকা রিচার্জ করে আইফোন ১৭ পেয়েছেন ররিশালের বাকেরগঞ্জ থানার মো. রাকিব গাজী।
চলতি মাসে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘সুপার রবিবার আইফোন ১৭’ ক্যাম্পেইন। আগামী ১৯ অক্টোবর (রবিবার) ঠিক ১২৫ টাকা রিচার্জ করলেই রবি ব্যবহারকারীরা পেতে পারেন নতুন একটি আইফোন ১৭ জেতার সুযোগ।
অফারে অংশ নিতে আগামী ১৯ অক্টোবর (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট) রবি গ্রাহকদের রবি অ্যাপ, এমএফএস (বিকাশ, নগদ ইত্যাদি), নিকটস্থ রিটেইল পয়েন্ট সহ রবির রিচার্জ চ্যানেলগুলোর মাধ্যমে ১২৫ টাকা রিচার্জ করতে হবে।
সুপার রবিবার হলো রবির একটি বিশেষ অফার প্রোগ্রাম, যা প্রতি রবিবার রবি গ্রাহকদের জন্য চালু থাকে। এই দিনে গ্রাহকরা রবি থেকে পান নানা ধরনের পুরস্কার ও উপহার জেতার সুযোগ।