
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এআই ইঞ্জিনিয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এআই ইঞ্জিনিয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আজ ৩১ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আমিনুল ইসলাম হলে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার অ্যান্ড ওয়ার্কশপ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল এআই-চালিত বিশ্বের সুযোগ এবং চ্যালেঞ্জগুলোর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। অধিবেশনটি পরিচালনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এআই ইঞ্জিনিয়ার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রাক্তন ছাত্র ইসরাফিল মাসুম।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন ইনচার্জ অধ্যাপক ড. বিমল চন্দ্র দাস, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।