সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে উবার ওয়ান মেম্বারশিপ চালু
বাংলাদেশে উবার ওয়ান মেম্বারশিপ চালু
দেশের শীর্ষ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার যাত্রীদের প্রতিদিনের যাতায়াতকে আরো সাশ্রয়ী ও সুবিধাজনক করতে মেম্বারশিপ প্রোগ্রাম ‘উবার ওয়ান’ চালু করেছে। উবারের গ্লোবাল মেম্বারশিপ প্রোগ্রাম যাত্রীদের জন্য ভ্রমণে ছাড় ও বিশেষ অভিজ্ঞতা দেয়। এবার বাংলাদেশী যাত্রীদের প্রয়োজন ও জীবনযাত্রার ধরন বিবেচনায় উবার তাদের মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করেছে।
‘উবার ওয়ান’ এর সদস্যপদ গ্রহণের মাধ্যমে যাত্রীরা বিশেষ ছাড়, উচ্চ রেটিং প্রাপ্ত চালকদের অগ্রাধিকারমূলক সেবা ও বেশ কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। মাসিক ১৭০ টাকা ফি-তে এই মেম্বারশিপ পাওয়া যাবে, যা প্রতি মাসে অটো-রিনিউ হবে।
এই প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। উবার ওয়ান সদস্যরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ‘উবার ওয়ান ক্রেডিট’ পাবেন, যা নিয়মিত ভ্রমণে উল্লেখযোগ্য হারে সাশ্রয় দেবে।
উবার বাংলাদেশের প্রধান নাশিদ ফেরদৌস কামাল বলেন, ‘উবার ওয়ান একটি ভিন্নধর্মী মেম্বারশিপ অভিজ্ঞতা যা প্রতিদিনের ভ্রমণকে আরো আরামদায়ক ও সাশ্রয়ী করবে। সুবিধা, সাশ্রয় ও বিশেষ অফার একসাথে করে আমরা আমাদের ব্যবহারকারীদের ভ্রমণ অভিজ্ঞতা আরো আনন্দদায়ক করছি। বাংলাদেশী যাত্রীদের জীবনযাত্রা ও প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা এই সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
বাংলাদেশে উবার ওয়ান সুবিধা উবার এক্স, এক্স প্রায়োরিটি, প্রিমিয়াম, এক্সএল, রিজার্ভ, সিএনজি ও বাইকসহ সব ধরনের রাইডে পাওয়া যাবে। উবার অ্যাপের সর্বশেষ সংস্করণের মেম্বারশিপ অপশনে যোগ দিয়ে সাথে সাথেই উপভোগ করা যাবে সুবিধাগুলো।
যেভাবে উবার ওয়ান সদস্য হওয়া যাবে: ১. উবার অ্যাপটি সর্বশেষ সংস্করণ আপডেট করুন, ২. অ্যাপটি খুলুন, ৩. ‘অ্যাকাউন্ট’-এ গিয়ে ‘উবার ওয়ান’ নির্বাচন করুন, সুবিধা ও শর্তাবলি দেখে ‘জয়েন নাও’ চাপুন।





এক হাজার রাইডারকে বিনামূল্যে দুর্ঘটনা বিমা সুরক্ষা দিচ্ছে ফুডপ্যান্ডা
ব্যাংক কার্ড ছাড়াই মাসিক কিস্তিতে অনার স্মার্টফোন কেনার সুযোগ
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল
আইটেল নিয়ে এলো ‘আইটেল হোম’
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য রংপুরে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দারাজের ১৪ দিনের রিটার্ন পলিসি চালু
হুন্ডি, বেটিং এবং মানি লন্ডারিং প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের নিয়ে বিকাশের কর্মশালা
স্টারলিঙ্ক প্রতিনিধি দলের গ্লোবাল ব্র্যান্ড পিএলসি পরিদর্শন
দেশের বাজারে স্যামসাং নেক্সট-জেন গ্যালাক্সি এ১৭ ৫জি