
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে নতুন টেক লাইফস্টাইল ব্র্যান্ড মুভার
দেশের বাজারে নতুন টেক লাইফস্টাইল ব্র্যান্ড মুভার
দেশে এলো টেক লাইফস্টাইলের নতুন ব্র্যান্ড মুভার। ব্র্যান্ডটির পণ্য লাইনআপে প্রধানত স্মার্ট ওয়াচ এবং অডিও ডিভাইস পাওয়া যাচ্ছে।
ডিভাইসগুলোর মধ্যে মুভার ক্লাসিক স্মার্টওয়াচে রয়েছে স্টাইল এবং পারফরমেন্সের সংমিশ্রণ। এতে রয়েছে ১.৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সহ স্মার্ট ফিচারস। যেমন: ব্লু-টুথ কলিং এবং হেলথ ট্র্যাকিং সিস্টেম। এতে ১৮০ দিনের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। অন্যদিকে, মুভার কার্ভ স্মার্টওয়াচে ২.১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, আইপি৬৭ ওয়াটারপ্রুফ রেটিং এবং ১০০+ স্পোর্টস মোড রয়েছে। এটি স্ট্যান্ডবাই টাইম দেয় ৩০ দিন পর্যন্ত। এই ওয়াচটি টেকটাইমের মার্কেট চ্যালেঞ্জ অফারে ৩ হাজার ৩৯৫ টাকায় পাওয়া যাচ্ছে।
জেনফিট-৭ স্মার্টওয়াচটিতে ২.০১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, এলুমিনিয়াম ফ্রেম, এআই অ্যাসিস্ট্যান্ট এবং কমপ্লিট হেলথ স্যুট ট্র্যাকিং ফিচার রয়েছে। যেমন: হার্ট রেট, স্লিপ মনিটরিং এবং অক্সিজেন লেভেল মাপা যাবে এটি দিয়ে।
এর অডিও পণ্য লাইনে মুভার সোনিক ইয়ারবাডস উল্লেখযোগ্য, যাতে ডুয়াল মাইক, অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) সহ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ইএনসি), লো ল্যাটেন্সি গেমিং মোড এবং সিঙ্গেল চার্জে ৭ ঘণ্টা পর্যন্ত প্লে-টাইম রয়েছে।
মুভারের ওয়েবসাইট (www.movr.store) ছাড়াও পণ্যগুলো পিকাবু, দারাজ, রকমারিসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠান ‘টেকটাইম’ মুভার ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ ও অডিও ডিভাইস সহ অন্যান্য ব্র্যান্ডের পণ্য অফলাইন এবং অনলাইনে বাজারজাত করছে।