
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে আসছে নতুন স্মার্টফোন আইটেল সুপার ২৬আল্ট্রা
বাংলাদেশের বাজারে আসছে নতুন স্মার্টফোন আইটেল সুপার ২৬আল্ট্রা
স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল, বাংলাদেশে তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সুপার ২৬আল্ট্রা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে। নতুন ডিভাইসটি ৬.৮ মিলিমিটারের সুপার স্লিম ডিজাইনে নিয়ে আসায় হাতে আরামদায়ক অনুভূতি দিবে। এর থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লেতে ১.৫কে রেজ্যুলেশন ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের সাথে রয়েছে ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস। এতে ব্যবহৃত কর্নিং গরিলা গ্লাস ৭আই ও টাইটান শিল্ড আর্কিটেকচার ডিভাইসে অতিরিক্ত শক্তি যোগ করে এবং রেইন অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স ফোনটিকে প্রতিদিনের চাহিদা পূরণের উপযোগী করে তোলে।
এর এনএফসি ওয়ান-টাচ শেয়ারিং, ১.২ কিলোমিটার আল্ট্রা-লিংক কানেক্টিভিটি ও ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফোনটিকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। স্মার্টফোনটিতে থাকছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
সফটওয়্যারের দিক থেকেও সুপার ২৬আল্ট্রায় সর্বাধুনিক এআই ফিচার ব্যবহার করা হয়েছে। এর এআই ইমেজ এডিটর স্বয়ংক্রিয়ভাবে ফটো অর্গানাইজ করে ও পোর্ট্রেট উন্নত করে; এতে ব্যবহৃত সিনেমাটিক ভ্লগ জেনারেটর সেকেন্ডের মধ্যেই পেশাদার মানের ভিডিও তৈরি করতে সক্ষম; এআই ক্যামেরা ইরেজার ছবির অপ্রয়োজনীয় বিষয়গুলো মুছে ফেলতে সাহায্য করে এবং সার্কেল টু সার্চ ফিচার ব্যবহারকারীদের নির্বাচিত স্ক্রিন কনটেন্টের ভিত্তিতে তথ্য অনুসন্ধানে সহায়তা করে।