বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রাজশাহী সফর করলো গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ
রাজশাহী সফর করলো গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ
‘ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় ডিজিটাল ক্ষমতায়নের মাধ্যমে নিজেদের জীবন বদলেছেন রাজশাহীর প্রেমতলীর প্রান্তিক জনগোষ্ঠী। তাদের জীবনের এ পরিবর্তন দেখতে গ্রামীণফোন, টেলিনর এশিয়া ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উচ্চপদস্থ প্রতিনিধিদের সাথে নিয়ে সম্প্রতি এলাকাটি সফর করেছেন গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। ২০২৩ সাল থেকে এই উদ্যোগের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা ই-কমার্স, প্রয়োজনীয় সরকারি সেবা ও আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ পেয়েছেন।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং হেড অব টেলিনর এশিয়া জন ওমুন্ড রেভহাগ। এ সময় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান জন ওমুন্ড রেভহাগ বলেন, মানুষ যখন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করে, তখন তার সামনে অগ্রগতি ও সুযোগের দরজা খুলে যায়। গ্রামীণ নারী ও তরুণদের গল্পগুলো প্রমাণ করে যে, ডিজিটাল অন্তর্ভুক্তি কতটা রূপান্তরমূলক হতে পারে এবং সংযোগ কীভাবে জীবনের গতিপথ বদলে দিতে পারে। টেলিযোগাযোগ কোম্পানিগুলোর ডিজিটাল অবকাঠামো আজকের জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। তাই অংশীদারদের সাথে নিয়ে সবার জন্য ডিজিটাল বিশ্ব উন্মুক্ত ও সহজলভ্য করতে আমরা সংকল্পবদ্ধ।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, অনলাইন জগৎ আমাদের সমাজেরই প্রতিফলন; যেখানে অনেকে, বিশেষ করে কিশোরী ও তরুণীরা, বুলিং ও হয়রানির শিকার হন এবং অনিরাপদ বোধ করেন। এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রান্তিক তরুণদের নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার করতে সমর্থ করে তুলে এক বাস্তবিক সামাজিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ২৩ লাখ মানুষকে এই সুবিধার আওতায় আনা। তবে গ্রামীণফোন, টেলিনর, ইয়ুথ ফর চেঞ্জ এবং স্থানীয় সম্প্রদায়গুলোর আন্তরিক সহযোগিতার ফলে সে লক্ষ্য ছাপিয়ে ৩০ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি আমরা। আমাদের অগ্রযাত্রা এখনো চলমান; যতদিন না ডিজিটাল ও সামাজিক পরিসর সবার জন্য আরও নিরাপদ ও সমতাপূর্ণ হয় ততদিন আমরা একসাথে কাজ করে যাব।





বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
বাজারে রেসি ব্র্যান্ডের হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক
পাল্সটেকের মাধ্যমে ওষুধ সংগ্রহ করছে ঢাকার ১৫ হাজার ফার্মেসি
বিডিসাফের উদ্যোগে দিনব্যাপী সাইবার সিম্পোজিয়াম অনুষ্ঠিত
ভ্রমণের পেমেন্ট বিকাশ করলে থাকছে ভ্রমনের বিদেশ যাওয়ার সুযোগ
চসিক-বিট্র্যাক ও মাইলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর
দুবাইয়ে অনুষ্ঠিত জাইটেক্স গ্লোবাল ২০২৫ এ বাক্কোর অংশগ্রহণ