বৃহস্পতিবার ● ২২ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জ্বালানী সাশ্রয়ী লাইটিং সামগ্রী নিয়ে এলো ওপল ব্রান্ড
জ্বালানী সাশ্রয়ী লাইটিং সামগ্রী নিয়ে এলো ওপল ব্রান্ড
সাশ্রয়ী মূল্যে আলোক সমস্যার সমাধান প্রদানের লক্ষ্যে বাংলাদেশে চীনের ওপল লাইটিং কর্পোরেশন নিয়ে এসেছে পরিবেশবান্ধব আলো এবং তাদের পণ্য বিপণন এবং পরিবেশক হিসেবে কাজ করার জন্য চট্রগ্রামের খাজা গ্রুপ কাজ করছে।
এ উপলক্ষ্যে আজ চট্রগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলো ওভাল অ্যাডভার্টাইজিং লিমিটেড।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন ওপল-এর ভাইস প্রেসিডেন্ট চার্লস চেন। তিনি বলেন, ওপল শুধু একটি ব্র্যান্ডই নয়, এটি পরিবেশবান্ধব সিএফএল ল্যাম্প, এলইডি ল্যাম্প, এমসিবি ইত্যদি পণ্যের সম্পূর্ণ সন্তুষ্টি ও গুনগতমান ও সেবার পরিপূরক একটি নাম। বিগত ১৬ বছরে ওপল চীনে শীর্ষস্থানীয় একটি সংস্থা হওয়ার পাশাপাশি বৈশ্বিক বাজারেও উল্লেখযোগ্য মার্কেট শেয়ার নিজের দখলে নিতে সমর্থ হয়েছে। ওপল বর্তমানে বাংলাদেশে ব্র্যান্ড প্রমোশন ছাড়াও বিভিন্ন অঞ্চলে শো-রুম স্থাপন করবে। এছাড়াও উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, গুণগতমান বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। যার কারণে আমরা আইই৬০৯৬৮, আইই৬০৯৬৯ মানদন্ড মেনে এনার্জি সেভিং বাল্ব ও ফ্লুরোসেন্ট লাইট তৈরি করে থাকি। আধুনিক প্রযুক্তি ও স্বয়ংসম্পূর্ণ মেশিনে তৈরি উন্নতমানের এসব সামগ্রী সারাদেশে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। সিএসআর কেন্দ্রিক তাদের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তারা।
সম্মেলনে উপস্থিত ছিলেন ওপল-এর ভাইস প্রেসিডেন্ট চার্লস চেন, মার্কেটিং ডিরেক্টর জেনি জি, সার্ক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ডিরেক্টর মাইক লিউ, সার্ক অঞ্চলের জেনারেল ম্যানেজার মীর টিআই ফারুক রিজভী, শফিকুর রহমান চৌধুরী, চেয়ারম্যান, খাজা গ্রুপ, ব্যবস্থাপনা পরিচালক মামুন রশিদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ মোহসিন।





এক হাজার রাইডারকে বিনামূল্যে দুর্ঘটনা বিমা সুরক্ষা দিচ্ছে ফুডপ্যান্ডা
ব্যাংক কার্ড ছাড়াই মাসিক কিস্তিতে অনার স্মার্টফোন কেনার সুযোগ
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল
আইটেল নিয়ে এলো ‘আইটেল হোম’
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য রংপুরে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দারাজের ১৪ দিনের রিটার্ন পলিসি চালু
হুন্ডি, বেটিং এবং মানি লন্ডারিং প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের নিয়ে বিকাশের কর্মশালা
স্টারলিঙ্ক প্রতিনিধি দলের গ্লোবাল ব্র্যান্ড পিএলসি পরিদর্শন
দেশের বাজারে স্যামসাং নেক্সট-জেন গ্যালাক্সি এ১৭ ৫জি