মঙ্গলবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সনির নিরাপত্তাসেবা
সনির নিরাপত্তাসেবা
ভুল জায়গায় ফেলে রাখা কিংবা হারিয়ে যাওয়া সনি স্মার্টফোনের অবস্থান খুঁজে বের করার পাশাপাশি হ্যান্ডসেটে থাকা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে দূর নিয়ন্ত্রিত নিরাপত্তাসেবা মাই এক্সপেরিয়া চালু করতে যাচ্ছে সনি ইনকরপোরেটেড। কোম্পানিটি জানায়, চলতি সপ্তাহে চালু হতে যাওয়া এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের যন্ত্র মানচিত্রের মাধ্যমে খুঁজে পাবেন। খবর দ্য নেক্সট ওয়েবের।
শুধু এক্সপেরিয়া সিরিজের স্মার্টফোনগুলোর জন্য চালু করা এ সেবার মাধ্যমে হ্যান্ডসেট দূর থেকেই লক করে দিতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি হ্যান্ডসেটে থাকা সব যোগাযোগ ঠিকানা টেক্সট মেসেজের মাধ্যমে অন্যান্য যন্ত্রে নিয়ে নিতে পারবেন তারা। এর পর স্মার্টফোনের ইন্টারনাল ও এক্সটারনাল এসডি কার্ডে থাকা সব তথ্যও দূর থেকে মুছে দেয়া যাবে। অবশ্য এ ধরনের সেবা এটাই প্রথম নয়। ফাইন্ড মাই আইফোন নামের একটি ফিচার বেশ আগে থেকেই চালু আছে অ্যাপলের যন্ত্রগুলোয়।
প্রথম দিকে নরডিক অঞ্চলে বাছাই করা অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচচালিত এক্সপেরিয়া স্মার্টফোনগুলোয় এ সেবা পরীক্ষামূলকভাবে চালু করবে সনি। সবার আগে এক্সপেরিয়া অ্যাক্রো এস হ্যান্ডসেটে এ সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য এক্সপেরিয়া হ্যান্ডসেটের জন্যও এ সেবা উন্মুক্ত হবে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে সেবাটি সারা বিশ্বে চালু করার পরিকল্পনা করছে জাপানি কোম্পানিটি।





এআই যুগে যেভাবে কাজের সংজ্ঞা বদলে দিচ্ছে স্ল্যাক
ফিন্যান্স বিষয়ে বিনামূল্যে কোর্স চালু করলো টেন মিনিট স্কুল ও বিকাশ
গ্রামীণফোন ও তিতাস গ্যাস এর মধ্যে পার্টনারশিপ
বাজারে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫আই সিরিজের দুটি ল্যাপটপ আনলো গ্লোবাল ব্র্যান্ড
বান্দরবানের ওয়াকচাকু পাড়ায় নিরাপদ পানির ব্যবস্থা করলো রবি
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
রবি ও এপেক্স ফুটওয়্যারের সঙ্গে অংশীদারিত্ব
ভিভো ভি৬০ লাইট: এক ছবিতে চার ঋতুর অভিজ্ঞতা
বাংলালিংকের রাইজ এখন এআই চালিত ডিজিটাল হাব
তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস