বুধবার ● ১৯ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » ডিআইইউ ম্যাথ অলিম্পিয়াড - ২০১৩ উৎযাপন
ডিআইইউ ম্যাথ অলিম্পিয়াড - ২০১৩ উৎযাপন
“ডিআইইউ ম্যাথ অলিম্পিয়াড - ২০১৩” এ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আজ ১৯ই জুন, ২০১৩ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউসিভার্সিটির ডিপার্টমেন্ট অব ন্যাচুর্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে “ডিআইইউ ম্যাথ অলিম্পিয়াড - ২০১৩” আয়োজন করে। এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ‘আবদুল্লাহ আল মামুন, শরীফ আহমেদ ও মোঃ ইউসুফ আলী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।প্রতিযোগীদের মধ্যে প্রথম ১০ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়।সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এম লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এতে বিভিন্ন বিভাগের ১৫০ শিক্ষার্থী অংশগ্রহন করে। বিকেলে ম্যাথ অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক এ এফ এম খোদদাদ খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমিরিটাস প্রফেসর ডঃ আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ডঃ এস এম মাহাবুবুল হক মজুমদার। অনষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইইউ ম্যাথ অলিম্পিয়াড - ২০১৩ এর আহ্বায়ক মোঃ জসীম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ এফ এম খোদদাদ খান বলেন, গনিত এমন একটি বিষয় যা জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় এর প্রয়োগ রয়েছে। তাই আমাদের নিয়মিতভাবে গনিত চর্চ্চা ও অনুশীলন প্রয়োজন। তিনি বলেন, এই গনিত অলিম্পিয়াড আমাদের গনিত সমস্যা সমাধানে নিবিষ্ঠ হতে উৎসাহিত করে।





ব্রিটিশ কাউন্সিল ও যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে চুক্তি
কার্ডে ঈদের কেনাকাটায় ব্যাংকের ছাড়
এসপি বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে নিয়ে গেছে পুলিশ
নির্দিষ্ট স্থানে কোরবানির উদ্যোগে সাড়া মেলেনি
ছুটিতে ঢাকায় যেখানে বেড়াতে পারেন
হজ নিরাপত্তা পুনর্নিরীক্ষণের আদেশ
ঈদগাহে সাংসদ বিদ্যুৎস্পৃষ্ট
‘সম্পর্ক হবে দুই দেশের জনগণের মধ্যে’