বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৬১ কোটি ৩৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে বিএসএমএমইউ
২৬১ কোটি ৩৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে বিএসএমএমইউ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২৬১ কোটি ৩৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ।
বুধবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট তুলে ধরেন বিএসএমএমইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল।
২০১৫-১৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাজেটের পরিমাণ ছিল ২৪২ কোটি ৯৮ লাখ টাকা (সংশোধিত)।
বেলা ১১টায় একই স্থানে বিশ্ববিদ্যালয়ের ৬২তম সিন্ডিকেট সভায় সর্ব সম্মতিক্রমে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট অনুমোদিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের রাজস্ব বাজেটের পাশাপাশি দ্বিতীয়বারের মতো উন্নয়ন বাজেটও তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান।
ঘোষিত মোট বাজেটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জন্য ১৬৮ কোটি লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ৯৩ কোটি ৩৬ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
বাজেটে বেতন ও ভাতাদি বাবদ ১৯৪ কোটি ৩৮ লাখ টাকা, পেনশন বাবদ ১৬ কোটি ৭৫ লাখ টাকা, শিক্ষা ও অন্যান্য সাধারণ আনুষঙ্গিক ৩৭ কোটি ৪৫ লাখ টাকা, গবেষণায় ২ কোটি ৯৩ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরিবাবদ ৯ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া (স্বপন), রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।





বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
বাজারে রেসি ব্র্যান্ডের হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক
পাল্সটেকের মাধ্যমে ওষুধ সংগ্রহ করছে ঢাকার ১৫ হাজার ফার্মেসি
বিডিসাফের উদ্যোগে দিনব্যাপী সাইবার সিম্পোজিয়াম অনুষ্ঠিত
ভ্রমণের পেমেন্ট বিকাশ করলে থাকছে ভ্রমনের বিদেশ যাওয়ার সুযোগ
চসিক-বিট্র্যাক ও মাইলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর
দুবাইয়ে অনুষ্ঠিত জাইটেক্স গ্লোবাল ২০২৫ এ বাক্কোর অংশগ্রহণ