শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইটি ইনকিউবেটর পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী ও ভিম্পেলকম ইমার্জিং এশিয়া মার্কেট-এর চিফ
আইটি ইনকিউবেটর পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী ও ভিম্পেলকম ইমার্জিং এশিয়া মার্কেট-এর চিফ
বাংলালিংকের মূল কোম্পানী ভিম্পেলকম গ্রুপের হেড অব ইমার্জিং মার্কেট, জন এডি এবং বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক সম্প্রতি দেশের প্রথম ডিজিটাল ইনকিউবেটর স্টার্ট-আপ পরিদর্শন করেছেন। প্রাইভেট পাবলিক পার্টনারশিপ (পিপিপি) প্রতিষ্ঠিত হওয়া এই ইনকিউবেটরটির মূল উদ্দেশ্য হচ্ছে দেশীয় উদ্যোক্তাদের মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সত্যিকার ডিজিটাল উদ্ভাবনসমূহ নিশ্চিত করা। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর সিইও এরিক অস; চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। উদ্যোগটি তরুণ উদ্যোক্তাদের ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়ের জন্য তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে সাহায্য করবে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, “আমি দেশের তরুণ প্রতিভাবানদের ডিজিটাল অগ্রযাত্রা দেখে খুবই আনন্দিত। বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রথম আইটি ইনকিউবেটরকে সহায়তা করার জন্য বাংলালিংককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সরকার প্রতিশ্রুতিবদ্ধ সত্যিকার ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং এই তরুণ প্রতিভাবানদের উদ্ভাবিত পণ্য ও সেবাসমূহ দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে টেকসই ইকোসিস্টেম তৈরির জন্য আমরা কাজ করে যাব।”
আইটি ইনকিউবেটর পরিদর্শনকালে ভিম্পেলকম-এর হেড অব ইমার্জিং মার্কেট, জন এডি বলেন, “এই আইটি ইনকিউবেটর কেন্দ্রটি ভিম্পেলকমের কর্পোরেট রেসপনসিবিলিটি “মেক ইউর মার্ক” উদ্যোগের একটি অংশ। ভিম্পেলকম বিশ^াস করে যে, ডিজিটাল অগ্রযাত্রা কেবল জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই নয়, বরং এটি দেশের অর্থনৈতিক উন্নতিতেও বিশেষ অবদান রাখে। তরুণদের ডিজিটাল স্টার্ট-আপের এই আয়োজনে আমি সত্যিই খুব অনুপ্রাণিত এবং এর সাথে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এই ডিজিটাল অগ্রযাত্রা আমি মনে প্রাণে সমর্থন করি এবং আমি আত্মবিশ্বাসী যে, এই স্টার্ট-আপগুলো বাংলাদেশকে ডিজিটাল জাতিতে রূপান্তরে একটি চমক সৃষ্টি করবে”। সংবাদ বিজ্ঞপ্তি।