সোমবার ● ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ই-ক্যাব পূর্ণ করল ৫ বছর
ই-ক্যাব পূর্ণ করল ৫ বছর
![]()
ই-কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) পাঁচ বছর পূর্ণ করেছে। একই সঙ্গে সংগঠনটি এক হাজার সদস্যের মাইলফলকও ছুঁয়েছে। এ উপলক্ষে রাজধানীর সীমান্ত সম্ভারের মিলনায়তনে শনিবার ই-ক্যাব দিনব্যাপী নানা আয়োজনে বর্ষপূর্তি উদ্যাপন করে। দুপুর থেকে শুরু হওয়া বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে বিকেলে আসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি কেক কেটে শুভেচ্ছা জানান। রাতে অনুষ্ঠানে আসেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি ই-ক্যাবের কার্যক্রমের প্রশংসা করেন।
এ আয়োজনে এসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, এখন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি। আর এই ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী আপনাদের সম্ভাব্য ক্রেতা। দেশে ই-কমার্স খাতের উন্নয়নে আরও কাজ করার কথা বলেন তিনি।
ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, ‘ই-ক্যাব এখন উদ্যোক্তা তৈরির কাজ করছে। আমরা ই-ক্যাব থেকে এলআইসিটি প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছি।’
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিবন্ধিত সদস্যসংখ্যা বর্তমানে এক হাজার। ই-ক্যাবের পঞ্চম বার্ষিকী উপলক্ষে এক হাজার সদস্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠান উদ্যোক্তাদের মিলনমেলা।’
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাংসদ নাহিম রাজ্জাক, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহীদ-উল-মুনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি ওয়াহিদ শরীফসহ অনেকে।





করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপিও শিল্প খাত
করোনার ঝুঁকি নিয়ে সকল প্রকার ওয়াটার ফিল্টার পাইকারি ও খুচরা মুল্যে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি- আজিজুল ইসলাম
বাংলাদেশে দ্রুত বিকাশ লাভ করছে ডিজিটাল অর্থনীতি, সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।
আইওটি, বিগডাটা, রোবটিক প্রযুক্তির মহাসড়ক হচ্ছে ফাইভ-জি: মোস্তাফা জব্বার
৭৭২ দুর্গম ইউনিয়নে যাচ্ছে দ্রুত গতির ইন্টারনেট
৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: মুরাদ হাসান
সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগান: রাষ্ট্রপতি
অ্যাপিকটা পুরস্কার পেল জেনেক্স ইনফোসিস ও এটুআই
চার বছরে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ
৫০টি গ্রামকে ‘ডিজিটাল ভিলেজ’ হিসেবে গড়ে তুলবে সরকার